Advertisement
Advertisement

Breaking News

মহারাষ্ট্র

অব্যাহত করোনার দাপট, কেন্দ্রের আগেই লকডাউনের মেয়াদ বাড়াল মহারাষ্ট্র-তামিলনাড়ু

তামিলনাড়ুতেও লকডাউনের মেয়াদ বাড়ল ৩১ মে পর্যন্ত।

Maharashtra-Tamil Nadu Govt extened lockdown for 31 May in state
Published by: Sucheta Chakrabarty
  • Posted:May 17, 2020 3:09 pm
  • Updated:August 21, 2020 8:30 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মহারাষ্ট্রে (Maharashtra) বাড়িয়ে দেওয়া হল লকডাউনের মেয়াদ। ৩১ মে পর্যন্ত বাড়িয়ে দেওয়া হল লকডাউনের মেয়াদকাল। করোনা ভাইরাসের জেরে ভারতের মধ্যে এই রাজ্যে সবথেকে বেশি প্রভাব পড়ায় এই সিদ্ধান্ত নেয় উদ্ধব ঠাকরের সরকার। তবে শুধু মহারাষ্ট্র নয় তামিলনাড়ুতেও ৩১ মে পর্যবন্ত বাড়িয়ে দেওয়া হল লকডাউনের মেয়াদ।

দেশের মধ্য সংক্রমণের প্রভাব সবথেকে বেশি বাণিজ্য নগরী মহারাষ্ট্রে। তাই ৩১ মে পর্যন্ত লকডাউনের মেয়াদ বাড়িয়ে দেওয়ার কথা ঘোষণা করল উদ্ধব ঠাকরের সরকার। তবে গোটা রাজ্যে লকডাউন থাকলেও অঞ্চলভিত্তিক শিথিলতার কথা পরে জানিয়ে দেওয়া হবে জানানো হয় সরকারের পক্ষ থেকে। দেশে করোনা সংক্রমণের এক-তৃতীয়াংশই মহারাষ্ট্রে। ইতিমধ্যেই সংক্রমণের সংখ্যা ৩০হাজার ছাড়িয়েছে। গত ২৪ ঘণ্টায় আক্রান্ত ১হাজার ৬০৬ জন। একদিনে আক্রান্তের নিরিখে এটা নতুন রেকর্ড হিসেবে ধরা যায়। এর আগে রাজ্যে সংক্রমণের সংখ্যা ছিল ৮৮৪। মুম্বইতে করোনা আক্রান্তের সংখ্যা ১৮হাজার ৫৫৫। তবে চিকিৎসকদের আশঙ্কা, মে মাসের শেষের দিকে মহারাষ্ট্রে করোনা আক্রান্তের সংখ্যা ৫০ হাজার ছাড়াতে পারে। মুম্বইকে বিশেষ আর্থিক প্যাকেজ দেওয়ার জন্য কেন্দ্রের কাছে আরজি জানিয়েছে মহারাষ্ট্র সরকার।

[আরও পড়ুন:চলন্ত দিল্লি-মারগাঁও এসি স্পেশ্যাল থেকে পলাতক ৫ যাত্রী, কারণ নিয়ে ধোঁয়াশা]

বৃহস্পতিবার মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরের সঙ্গে বৈঠকের পর রাজ্যের শিল্পমন্ত্রী সুভাষ দেশাই এক সংবাদ সংস্থাকে জানিয়েছিলেন, মুম্বই ও অন্যান‌্য বড় শহরে লকডাউনের মেয়াদ বাড়ানো হবে। অন্যদিকে ভারতে করোনা আক্রান্তের সংখ্যা ৯০ হাজার পেরোল। এখনও পর্যন্ত করোনা আক্রান্ত হয়ে রাজ্যে প্রাণ হারিয়েছেন ২ হাজার ৮৭২ জন। রবিবার কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের তরফে জানা যায়, গত ২৪ ঘণ্টায় ১২০ জনের মৃত্যু হয়েছে। ৩৪ হাজারেরও বেশি রোগী সুস্থ বাড়ি ফিরতে পেরেছেন। সুস্থতার হার বেড়ে হয়েছে ৩৭.৫১ শতাংশ।

[আরও পড়ুন:নার্সদের গণইস্তফা, স্বাস্থ্য পরিষেবায় সংকট কাটাতে মুখ্যসচিবকে চিঠি হাসপাতালগুলোর]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement