সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রাজনীতির দুনিয়া থেকে একেবারে সরে দাঁড়াতে চেয়ে বার্তা দিলেন মহারাষ্ট্রের (Maharashtra) রাজ্যপাল ভগৎ সিং কোশিয়ারি (Bhagat Singh Koshiyari)। সোমবার টুইট করে তিনি বলেছেন, ইতিমধ্যেই নিজের সিদ্ধান্তের কথা জানিয়ে দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে। রাজনীতি থেকে দূরে পড়াশোনা ও আধ্যাত্মিক চর্চা নিয়েই থাকতে চান বলে দাবি করেছেন কোশিয়ারি। প্রসঙ্গত, মহারাষ্ট্রের রাজ্যপাল পদে থাকার সময়ে একাধিক বিতর্কিত সিদ্ধান্ত নিয়েছেন তিনি। অধিকাংশ সময়ে বিজেপিকে সমর্থন করেছেন কোশিয়ারি, এমনটাই দাবি করেছেন বিরোধীরা। একাধিকবার মহা বিকাশ আগাড়ি সরকারের সঙ্গে সংঘাতেও জড়িয়েছেন কোশিয়ারি।
সোমবারই আচমকা টুইট করে অবসর গ্রহণের সিদ্ধান্ত জানান মহারাষ্ট্রের রাজ্যপাল। তিনি লিখেছেন, “মহারাষ্ট্রের মতো রাজ্যের সেবা করার সুযোগ পেয়েছি, এটা আমার কাছে অত্যন্ত সম্মানের বিষয়। গত তিন বছরে আমি প্রচুর সম্মান পেয়েছি। মহারাষ্ট্রের মানুষ আমাকে যে ভালবাসা দিয়েছে, তা ভুলে যাওয়া সম্ভব নয়। কিন্তু এবার রাজনৈতিক দায়িত্ব ছেড়ে দেওয়ার সময় এসেছে।”
It was an absolute honour and privilege for me to serve as the Rajya Sevak or Rajyapal of a great State like Maharashtra – the land of Saints, Social reformers and valiant fighters.
— Governor of Maharashtra (@maha_governor) January 23, 2023
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ইতিমধ্যেই নিজের সিদ্ধান্তের কথা জানিয়েছেন কোশিয়ারি। রাজনীতি ছেড়ে এবার জীবনের অন্য দিকগুলি নিয়ে সময় কাটাতে চান তিনি। সেই জন্যই যাবতীয় দায়িত্ব থেকে অব্যাহতি চেয়েছেন। পড়াশোনা-সহ নানাদিকে নিজেকে ব্যস্ত রাখতে চান মহারাষ্ট্রের রাজ্যপাল। প্রসঙ্গত, কয়েকদিন পরেই মহারাষ্ট্রের পুরনিগমের নির্বাচন রয়েছে। তার ঠিক আগেই রাজ্যপালের পদত্যাগের ঘটনায় সরগরম রাজ্যের রাজনৈতিক মহল।
শিব সেনা ভাগের পর এই প্রথমবার বড় মাপের নির্বাচনের সাক্ষী হতে চলেছে মহারাষ্ট্র। মহা বিকাশ আগাড়ি সরকারের পতনের পরেও একাধিকবার উদ্ধব ঠাকরে শিবিরের সঙ্গে অসহযোগিতার অভিযোগ উঠেছিল কোশিয়ারির বিরুদ্ধে। এমনকি মহারাষ্ট্রের নায়ক শিবাজীকে অবমাননার অভিযোগে তাঁর পদত্যাগও দাবি করেছিল শিব সেনার উদ্ধব শিবির। তবে রাজ্যপালের অবসরের নেপথ্যে অন্য কোনও কারণ রয়েছে কিনা, তার উত্তর খুঁজছে রাজনৈতিক মহল।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.