সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বন্যা বিধ্বস্ত মহারাষ্ট্রের অধিকাংশ জায়গার পরিস্থিতি খুব ভয়াবহ উঠেছে। তার মধ্যে সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে পশ্চিম মহারাষ্ট্রের সাংগিল জেলা। উদ্ধারকারী দলের সদস্যরা রাতদিন অক্লান্ত পরিশ্রম করছেন বন্যাদুর্গত মানুষদের সাহায্য করতে। তাঁদের নিরাপদ আশ্রয়ে নিয়ে আসার পাশাপাশি দুর্গতদের কাছে ত্রাণসামগ্রীও পৌঁছে দিচ্ছেন। রাজ্য প্রশাসনের পাশাপাশি জাতীয় বিপর্যয় মোকাবিলা দপ্তর এবং সেনাকর্মীরাও
নেমে পড়েছেন বন্যাদুর্গতদের সবরকম সাহায্য করতে। এমন সময়ে বন্যার কবল থেকে উদ্ধার হওয়া এক মহিলার সেনাকর্মীকে প্রণাম করার ভিডিও ভাইরাল হল সোশ্যাল মিডিয়ায়। সেটি দেখে প্রশংসায় পঞ্চমুখ হয়ে উঠেছেন নেটিজেনরা। ওই মহিলাকে সাধুবাদ জানানোর পাশাপাশি তাঁরা কুর্নিশ জানিয়েছেন বন্যাদুর্গতদের সাহায্যকারী সেনাকর্মীদেরও।
সম্প্রতি ভিডিওটি টুইটারে পোস্ট করেছেন মহারাষ্ট্রের নীরজ রাজপুত নামে এক সাংবাদিক। তাতে ক্যাপশন দিয়েছেন, সাংগিলের একটি হৃদয়স্পর্শী ভিডিও। যেখানে একজন মহিলা বন্যার কবল থেকে রক্ষা করার জন্য সেনাকর্মীদের পা ছুঁয়ে প্রণাম করছেন।
ভিডিওটিতে দেখা যাচ্ছে, একটি বোটের মধ্যে কয়েকজনের সঙ্গে বসে আছেন শাড়ি ও বেগুনি সোয়েটার পরিহিত এক মহিলা। এরপর চোখে পড়ে নিরাপদ স্থানে পৌঁছে দেওয়ার জন্য ডানদিকে থাকা এক সেনাকর্মীর পায়ে হাত দিয়ে প্রণাম করলেন তিনি। পিছনে থাকা এক সেনাকর্মীর পায়ে হাত দিয়ে নিজের কৃতজ্ঞতাও ব্যক্ত করলেন। তারপর জোড়হাতে প্রণাম করলেন সবাইকে।
ভিডিওটি সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হওয়ার পরেই সেনাকর্মী এবং ওই মহিলার প্রশংসা করছেন নেটিজেনরা। তাঁদের কথায়, প্রণাম করার মধ্যে দিয়ে সেনাকর্মীদের প্রতি নিজের আন্তরিক কতৃজ্ঞতা জানিয়েছেন ওই মহিলা। এটা ওই সেনাকর্মীদের প্রাপ্য ছিল। একজন টুইট করেছেন, সনাতন সংস্কার আজও গ্রামের মানুষের মনে রয়ে গিয়েছে। গ্রামীণ ভারত আজও মূল্যবোধের দিক থেকে কয়েক লক্ষ গুণ ধনী। একজন লিখেছেন, সংস্কার কথা বলে। আর একজনের কথা, ওই মহিলা মহান। আমি তাঁর হয়ে ওকালতি না করেও বলতে পারি যে সংস্কার কথা বলে। এটাই হল আসল ভারত।
Heart warming video from #sangli where a woman pays gratitude by touching soldiers’ feets for rescuing them#Floods2019 #FloodSangli @adgpi pic.twitter.com/FIp7nTXyao
— Neeraj Rajput (@neeraj_rajput) August 10, 2019
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.