ছবি- প্রতীকী
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বাড়ছে করোনার সংক্রমণ। মুখে হাজারো না থাকলে সংক্রমণ রোধে সেই লকডাউনের পথেই হাঁটতে হল উদ্ধব ঠাকরের সরকারকে। ৩১ জুলাই পর্যন্ত বাড়ানো হল লকডাউনের মেয়াদ।
শেষ হয়েও হইল না শেষ। সংক্রমণের মাত্রা দেখে কয়েকদিন আগে দেশের বেশ কয়েকটি রাজ্য লকডাউনের পথে হাঁটার সিদ্ধান্ত নেয়। তবে তাদের মতো লকডাউনকেই একমাত্র পথ হিসেবে মেনে নিতে চাননি উদ্ধব ঠাকরের সরকার। কিন্তু শেষে সেই পথেই হাঁটতে হল জোট সরকারকে। পশ্চিমের রাজ্যে ৩১ জুলাই পর্যন্ত বাড়ানো হল লকডাউনের মেয়াদ। এই মর্মে ‘ফের শুরু হল মিশন’ (Mission Begin Again) নামে সরকারের তরফ থেকে নতুন করে নির্দেশিকা জারি করা হয়। সরকারের প্রকাশিত নতুন নির্দেশগুলির মধ্যে হল-
রবিবারই উদ্ধব ঠাকরে কড়া সুরে জানিয়েছিলেন যে, সংক্রমণের মাত্রা যতই বৃদ্ধি হোক তার রাজ্যে লকডাউন জারি করা হবে না। তাই সুস্থ থাকতে রাজ্যের মানুষকে আনলকেই লকডাউনের বিধি কঠোরভাবে মেনে চলার পরামর্শ দিয়েছিলেন। কিন্তু ২৪ ঘণ্টা কাটতে না কাটতেই একেবারে উলটো সুরে কথা বলে লকডাউন ঘোষণা করলেন তিনি। তাঁর কথায়, “গত ১৫ দিনে সাবধানতার সঙ্গে লোকাল ট্রেন, দোকান, অফিস খোলার অনুমতি দেওয়া হয়। খুব ধীর গতিতে সব কিছু ছন্দে ফেরানোর চেষ্টা করা হচ্ছে। কিন্তু ক্রমেই আক্রান্তের সংখ্যা বাড়ছে তাই আপনাদের কাছে অনুরোধ বিশেষ প্রয়োজন ছাড়া রাস্তার বের হবেন না।”
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.