Advertisement
Advertisement

Breaking News

Maharashtra exit poll

মহারাষ্ট্রে ফের উড়বে গেরুয়া নিশান, বলছে একাধিক বুথ ফেরত সমীক্ষা

মহারাষ্ট্রের মহারণে বাজিমাত করতে চলেছে বিজেপি নেতৃত্বাধীন মহাজুটি। অনেক পিছিয়ে মহা বিকাশ আঘাড়ি। যদিও এই এক্সিট পোলের ফলাফলগুলিকে একেবারে নিখুঁত ধরে নেওয়ার কোনও কারণ নেই।

Maharashtra exit poll predicts Mahayuti sweep
Published by: Subhajit Mandal
  • Posted:November 20, 2024 6:45 pm
  • Updated:November 20, 2024 8:11 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ২০২৪ সালের শেষ বড় নির্বাচন। লোকসভা নির্বাচনের পর সবচেয়ে গুরুত্বপূর্ণ নির্বাচন। সেই মহারাষ্ট্রের মহারণে বাজিমাত করতে চলেছে বিজেপি নেতৃত্বাধীন মহাজুটি। এমনটাই বলছে একাধিক সংস্থার বুথ ফেরত সমীক্ষা। বুথ ফেরত সমীক্ষাগুলির দাবি অনুযায়ী, ২৮৮ আসন বিশিষ্ট মহারাষ্ট্র বিধানসভায় ক্ষমতাসীন মহাজুটি ফের অনায়াসে ক্ষমতায় ফিরতে চলেছে।

এক নজরে বিভিন্ন সমীক্ষক সংস্থার ইঙ্গিত:
পি মার্ক
মহাজুটি: ১৩৭-১৫৭
মহা বিকাশ আঘাড়ি: ১২৬-১৪৬
অন্যান্য: ২-৮

Advertisement

ম্যাট্রিজ
মহাজুটি: ১৫০-১৭০
মহা বিকাশ আঘাড়ি: ১১০-১৩০
অন্যান্য: ৮-১০

পিপলস পালস
মহাজুটি: ১৭৫-১৯৫
মহা বিকাশ আঘাড়ি: ৮৫-১১২
অন্যান্য: ৭-১২

টুডে’জ চাণক্য:
মহাজুটি: ১৫২-১৬০
মহা বিকাশ আঘাড়ি: ১৩০-১৩৮
অন্যান্য: ৬-৮

দৈনিক ভাস্কর
মহাজুটি: ১২৫-১৪০
মহা বিকাশ আঘাড়ি: ১৩৫-১৫০
অন্যান্য: ২০-২৫

এক্সিট পোলের আভাস মিলে গিলে মহারাষ্ট্রের ফলাফল বিরোধীদের জন্য বড় ধাক্কা হতে চলেছে। কারণ লোকসভায় দেশের যে রাজ্যগুলিতে বিজেপি সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছিল সেগুলির মধ্যে সবার উপরে ছিল মহারাষ্ট্র। মারাঠাভূমে মহারাষ্ট্রে কার্যত ক্লিন সুইপ করে বিরোধীরা। এক্সিট পোলের আভাস মিললে চার মাসের মধ্যে পুরো ‘খেলা’ ঘুরিয়ে দিয়েছেন একনাথ শিণ্ডে-দেবেন্দ্র ফড়ণবিসরা। এর নেপথ্যে অবশ্যই কৃতিত্ব দিতে হবে ‘লাডলি বহিন’-সহ সরকারের বিভিন্ন জনকল্যাণমুখী প্রকল্পকে। তবে এই ফলাফল হলেও শেষ পর্যন্ত বিজেপিই সরকার গড়বে সেটা এখনই নিশ্চিত করে বলা যাচ্ছে না। ভোটের পরেও অনেক ‘খেলা’ হতে পারে।

যদিও এই এক্সিট পোলের ফলাফলগুলিকে একেবারে নিখুঁত ধরে নেওয়ার কোনও কারণ নেই। সাম্প্রতিক অতীতে একাধিকবার দেখা গিয়েছে এক্সিট পোলের ইঙ্গিত একেবারেই মেলেনি। যার সাম্প্রতিকতম উদাহরণ ২০২৪ লোকসভা এবং হরিয়ানার বিধানসভা নির্বাচন। আবার একাধিক ক্ষেত্রে দেখা গিয়েছে এক্সিট পোলের ফলাফল পুরোপুরি মিলে গিয়েছে। সুতরাং এক্সিট পোলের ফলাফলকে চূড়ান্ত ধরে না নিয়ে ‘এক্স্যাক্ট পোলে’র জন্য অপেক্ষা করাই শ্রেয়।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement