Advertisement
Advertisement

Breaking News

Maharashtra Elections

উদ্ধবপুত্রকে তাঁর কেন্দ্রেই বাঁধার ছক! আদিত্যর বিরুদ্ধে শিন্ডে সেনার বাজি প্রাক্তন কংগ্রেসি মন্ত্রী

কঠিন চ্যালেঞ্জের মুখে আদিত্য ঠাকরে।

Maharashtra Elections: Sena vs Sena, Thackeray vs Deora Battle For Worli
Published by: Subhajit Mandal
  • Posted:October 25, 2024 5:58 pm
  • Updated:October 25, 2024 5:58 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মহারাষ্ট্রে মহা বিকাশ আঘাড়ি এবং ‘মহাজুটি’র লড়াই সেয়ানে সেয়ানে। রাজ্যের প্রতিটি কেন্দ্রেই একে অপরকে সমানে টক্কর দিচ্ছে দুই শিবির। তবে সবচেয়ে চমকপ্রদ লড়াই সম্ভবত হতে চলেছে মুম্বইয়ের ওরলি আসনটিতে। হাই প্রোফাইল ওই কেন্দ্রে লড়াই হতে চলেছে তরুণ প্রজন্মের দুই প্রথম সারির মুখের।

মুম্বইয়ের ওরলিতে বর্তমান বিধায়ক শিব সেনা ইউবিটির প্রধান উদ্ধব ঠাকরের ছেলে আদিত্য ঠাকরে। ওই কেন্দ্রে দীর্ঘদিন ধরে নজর ছিল উদ্ধবের তুতো ভাই রাজ ঠাকরের দল এমএনএসের। কিন্তু এমএনএস হাই প্রোফাইল কাউকে প্রার্থী করার আগেই ওরলিতে হেভিওয়েট প্রার্থী দিয়ে দিল শিব সেনার একনাথ শিন্ডে শিবির। আদিত্যর বিরুদ্ধে লড়াই করতে ভোট ময়দানে নামছেন ন’মাস আগে কংগ্রেস ছেড়ে শিব সেনায় যোগ দেওয়া মিলিন্দ দেওরা।

Advertisement

এমনিতে ওরলি আসনটি শিব সেনার শক্ত ঘাঁটি। ২০১৯ সালের বিধানসভা নির্বাচনেও ওই কেন্দ্রে ৭২ শতাংশেরও বেশি ভোট পেয়েছিলেন আদিত্য ঠাকরে। জিতেছিলেন প্রায় ৬৭ হাজার ভোটে। তখনও অবশ্য শিব সেনা ঐক্যবদ্ধ ছিল। তার পর আরব সাগরের তীরের রাজনীতিতে বহু পটপরিবর্তন হয়ে গিয়েছে। শিব সেনা ভেঙে দুটুকরো হয়েছে। শিব সেনা থেকে বেরিয়ে এখন মুখ্যমন্ত্রী একনাথ শিণ্ডে। দলের নাম ও প্রতীক এখন তাঁরই দখলে। এবার একনাথ শিণ্ডের শিব সেনাই চ্যালেঞ্জ করছে আদিত্য ঠাকরেকে। প্রার্থী দুবারের প্রাক্তন সাংসদ, প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী মিলিন্দ দেওরা। ন’মাস আগেই মিলিন্দ কংগ্রেস ছেড়ে শিন্ডে সেনায় যোগ দেন।

মিলিন্দের পরিবারের সঙ্গে কংগ্রেসের (Congress) সম্পর্ক ৫৫ বছরের। বর্ষীয়ান কংগ্রেস নেতা মুরলী দেওরার ছেলে মিলিন্দ দুবার দক্ষিণ মুম্বই থেকে সাংসদ হন। মুরলী দেওরা মুম্বই দক্ষিণ লোকসভা কেন্দ্রে ৪০ বছর টানা সাংসদ ছিলেন। পরে ছেলে মিলিন্দও সেই ধারা বজায় রাখেন। এবার লোকসভা ভোটের আগে শিন্ডে সেনায় যোগ দেন মিলিন্দ। জল্পনা ছিল, তাঁকে কঠিন আসনে প্রার্থী করা হতে পারে। শেষে আদিত্য ঠাকরের বিরুদ্ধে লড়তে হবে তাঁকে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement