Advertisement
Advertisement

মহারাষ্ট্রে কংগ্রেস-এনসিপি জোটে অশান্তি, বিতর্কের কেন্দ্রে সেই অজিত পওয়ার

২০২৪-এর আগে মোটেই ভাল লক্ষণ নয় বিরোধীদের জন্য!

Maharashtra Congress chief Nana Patole hit out at Nationalist Congress Party leader Ajit Pawar | Sangbad Pratidin
Published by: Subhajit Mandal
  • Posted:April 23, 2023 4:38 pm
  • Updated:April 23, 2023 4:38 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অজিত পওয়ারের (Ajit Pawar) গতিবিধি না-পসন্দ কংগ্রেসের। মহারাষ্ট্রে কংগ্রেস-এনসিপি জোটে বড়সড় ফাটল। কংগ্রেস আমলে মন্ত্রিত্ব সামলানো নিয়ে বিতর্কিত মন্তব্য করায় অজিতকে তোপ দাগলেন খোদ মহারাষ্ট্র প্রদেশ কংগ্রেস সভাপতি। ফলে দুই শিবিরের অশান্তির আঁচ এবার লেলিহান শিখা হওয়ার জোগাড়।

ঠিক কী নিয়ে ঝামেলা? আসলে দিন দুই আগেই এক সাংবাদিক বৈঠকে অজিত পওয়ার বলেছিলেন,”শিব সেনার (Shiv Sena) সঙ্গে জোটে থাকাকালীন উদ্ধব ঠাকরের অধীনে মন্ত্রী হিসাবে কাজ করতে আমার কোনও অসুবিধা হয়নি। কিন্তু তার আগে অশোক চহ্বানের নেতৃত্বে কাজ করার সময় আমি আমার ইচ্ছামতো কাজ করতে পারিনি। সিনিয়রদের নির্দেশে কাজ করতে হয়েছিল।” পওয়ারের ইঙ্গিত ছিল, কংগ্রেসি (Congress) মুখ্যমন্ত্রীর সঙ্গে কাজ করতে ভালমতোই অসুবিধা হয়েছে তাঁর।

Advertisement

[আরও পড়ুন: স্বস্তির বৃষ্টিতে ভিজল বাংলা, কমল তাপমাত্রা, সোমবারই খুলছে রাজ্যের শিক্ষা প্রতিষ্ঠান!]

আর তাতেই আপত্তি কংগ্রেসের। প্রদেশ কংগ্রেস সভাপতি নানা পাটোলে (Nana Patole) সোজা বলে দিচ্ছেন, এভাবে কংগ্রেসের একজন সম্মানীয় নেতাকে উনি অসম্মান করতে পারেন না। আর মন্ত্রী হিসাবে কাজ করতে যখন অসুবিধাই হচ্ছিল, তাহলে কেন সময় থাকতে পদত্যাগ করেননি? নানা পাটোলের প্রশ্ন,”কংগ্রেস এবং এনসিপি (NCP) জোট সরকারকে দিব্যি ছেড়ে যেতে পারতেন তো? মন্ত্রী হিসাবে শপথই বা নিয়েছিলেন কেন? আর অশোক চহ্বানের মতো সম্মানীয় নেতাকে এখন অসম্মানই বা করছেন কেন?”

[আরও পড়ুন: একদিনে প্রণামী পড়ল ‘মোটে’ ২.৮৫ কোটি, গরিব হচ্ছে বিশ্বের সবচেয়ে ধনী মন্দির!]

দিন দুই আগে অজিত পওয়ার বলেছিলেন, ২০০৪ সালে এনসিপি কংগ্রেসের থেকে বেশি আসন পাওয়া সত্ত্বেও তাঁর দলকে মুখ্যমন্ত্রিত্ব দেওয়া হয়নি। এখন এনসিপি মুখ্যমন্ত্রী পদের জন্য তৈরি। সেই কটাক্ষেরও জবাব দিয়েছেন পাটোলে। তিনি পওয়ারকে জবাব দিয়ে বললেন,”আপনি চাইলে আজও মুখ্যমন্ত্রী হতে পারেন। শুধু ১৪৫ জন বিধায়কের সমর্থন আপনার সঙ্গে থাকলেই হবে।” মোট কথা, পওয়ার এবং পাটোলের যে বাক্য বিনিময় হচ্ছে, সেটা মোটেই মধুর নয়। তাছাড়া সদ্য আদানি ইস্যুতে এনসিপি যেভাবে কংগ্রেস-সহ বিরোধীদের ঠিক উলটো অবস্থান নিয়ে শিল্পপতির পাশে দাঁড়িয়ে গিয়েছেন, তাতেও বেশ খাপ্পা হাত শিবির। যা ২০২৪-এর আগে মোটেই ভাল লক্ষণ নয় বিরোধীদের জন্য। 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement