Advertisement
Advertisement

Breaking News

Maharashtra

‘ঔরঙ্গজেবের মতোই নিষ্ঠুর শাসক দেবেন্দ্র ফড়ণবিস’, কবর বিতর্কের মাঝেই তোপ কংগ্রেসের

কংগ্রেস নেতার বিরুদ্ধে মামলার হুঁশিয়ারি বিজেপির।

Maharashtra Congress Chief Harshwardhan Sapkal compare Devendra Fadnavis with Aurangzeb
Published by: Amit Kumar Das
  • Posted:March 17, 2025 9:15 pm
  • Updated:March 17, 2025 9:32 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মোগলসম্রাট ঔরঙ্গজেবের কবর সরানোর দাবিতে মহারাষ্ট্রে বিক্ষোভ শুরু করেছে হিন্দুত্ববাদী সংগঠনগুলি। সেই বিতর্কের মাঝেই এবার মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়ণবিসের সঙ্গে ঔরঙ্গজেবের তুলনা করলেন মহারাষ্ট্রের কংগ্রেস সভাপতি হর্ষবর্ধন সপকাল। জানালেন, ‘ঔরঙ্গজেবের মতোই নিষ্ঠুর শাসক ফড়ণবিস।’ তাঁর মন্তব্য প্রকাশ্যে আসতেই বিতর্ক চরম আকার নিয়েছে।

মুখ্যমন্ত্রী তথা বিজেপি নেতা দেবেন্দ্র ফড়ণবিসের সঙ্গে ঔরঙ্গজেবের তুলনা টেনে সোমবার হর্ষবর্ধন বলেন, “সম্রাট ঔরঙ্গজেব একজন নিষ্ঠুর শাসক ছিলেন, সে বিষয়ে কোনও সন্দেহ নেই। তবে মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়ণবিসও সমান নিষ্ঠুর। তিনি সর্বদা ধর্ম সংক্রান্ত বিষয়ে হস্তক্ষেপ করেন। কিন্তু পঞ্চায়েত প্রধান সন্তোষ দেশমুখ হত্যা সংক্রান্ত মামলার ক্ষেত্রে তিনি কিছুই করেন না।” তাঁর এহেন মন্তব্য প্রকাশ্যে আসতেই প্রতিবাদে সরব হয়েছে বিজেপি। বিজেপি সাংসদ ভাগবত করাড ও বিজেপি নেতা প্রবীণ দরেকর কংগ্রেস সভাপতির বিরুদ্ধে ফৌজদারি মামলা দায়ের করার হুঁশিয়ারি দিয়েছেন। যদিও এই মন্তব্যের প্রত্যাহার করবেন না বলে স্পষ্ট জানিয়ে দিয়েছেন হর্ষবর্ধন।

Advertisement

উল্লেখ্য, গত বছর খুন হয়েছিলেন মহারাষ্ট্রের বিড জেলার পঞ্চায়েত প্রধান সন্তোষ। এই খুনের ঘটনায় নাম জড়ানোর জেরে মহারাষ্ট্রের মহাজুটির সরকারের মন্ত্রিত্ব থেকে ইস্তফা দেন এনসিপি (অজিত) নেতা ধনঞ্জয় মুন্ডে। গত ডিসেম্বর মাসে এই খুনের ঘটনায় সিআইডি ধনঞ্জয় ঘনিষ্ঠ বাল্মীক করাড-সহ ৭ জনকে গ্রেপ্তার করে। তবে রেহাই পান ধনঞ্জয়। তাঁকে এই মামলায় অভিযুক্তই করেনি সিআইডি। শুরু থেকেই কংগ্রেসের অভিযোগ, এই হত্যাকাণ্ডে ধনঞ্জয় তো বটেই আরও অনেকে জড়িত। মহাজুটির সরকার কোনও পদক্ষেপ নিচ্ছে না বলে অভিযোগ তোলা হয়। সেই ইস্যু টেনেই এবার ঔরঙ্গজেবের সঙ্গে ফড়ণবিসের তুলনা করল কংগ্রেস।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement