সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: জুন, ২০২২। বাল ঠাকরের (Bal Thackeray) স্বপ্নের সেনায় ভাঙন। দল ভেঙে বিজেপির (BJP) সঙ্গে জোট করে মহারাষ্ট্র (Maharashtra) সরকার গড়লেন একনাথ শিণ্ডে (Eknath Shinde) এবং অনুগামী বিধায়করা। প্রায় দুবছর পর লোকসভা ভোটের মুখে সেদিনের ‘অন্তর্ঘাতে’র কারণ জানালেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী। কেন উদ্ধব ঠাকরের (Uddhav Thackeray) বিরুদ্ধে বিদ্রোহ? কেন রাতারাতি দুই টুকরো হয়ে গেল বালা সাহেবের রক্ত জল করে তৈরি শিব সেনা? কেনই বা হঠাৎ সাফাই?
একনাথ শিণ্ডের দাবি, মুখ্যমন্ত্রী হওয়ার জন্য নয়, বরং চোখের সামনে বালা সাহেবের আদর্শ বলি হতে দেখেই উদ্ধবের থেকে নিজেকে আলাদা করে নিয়েছিলন তিনি। তিনি বলেন, ‘বাল সাহেব ঠাকরে আমাদের সঙ্গে বন্ধুর মতো ব্যবহার করতেন। কিন্তু ও (উদ্ধব) আমাদের চাকর-বাকর মনে করত।’ উদ্ধবকে কটাক্ষ করে শিণ্ডে বলেন, ‘ঘরে বসে নয়, নেতা যখন রাস্তায় নেমে নেতৃত্ব দেন তখনই দলের অগ্রগতী হয়।’
লোকসভা ভোটের প্রচারে নেমে দল ভাঙার কারণ জানালেন শিণ্ডে। তিনি দাবি করেন, রাজ্যের উন্নয়নের বিষয়ে বিশ্বাস করা যায় না বিরোধী শক্তি মহাবিকাশ আঘারি জোটকে। মুম্বই বিমানবন্দরে দাঁড়িয়ে সাংবাদিকদের আরও বলেন, ‘দুই থেকে তিন দিনের মধ্যে শাসক জোটের শরিক দলগুলোর মধ্যে আসন বণ্টন সম্পূর্ণ হয়ে যাবে। এই জোটই বিদর্ভের সবকটি আসনে জয়ী হবে।’
উল্লেখ্য, কদিন আগেই আদিত্য ঠাকরে কটাক্ষ করেছিলেন, কল্যাণে নিজের ছেলের জন্য টিকিট নিশ্চিত করতে জোট শরিককে একের জায়গায় পাঁচটি আসন ছেড়ে দিয়েছেন শিণ্ডে। এই বিষয়ে মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রীর প্রতিক্রিয়া, এই রকম ঘটনা মহাবিকাশ আঘারি জোটে হয়ে থাকে।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.