সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অজিত পওয়ারের (Ajit Pawar) পদাঙ্ক অনুসরণ করে কংগ্রেস বিধায়করা যদি মহারাষ্ট্রের (Maharashtra) সরকারে যোগ দিতে চান, তাহলে তাঁদের স্বাগত জানাবে বিজেপি। এমনটাই জানালেন মহারাষ্ট্র বিজেপির (BJP) প্রধান চন্দ্রশেখর বাওয়ানকুলে। মহারাষ্ট্রের রাজনীতিক মহলে জোর জল্পনা চলছে, বেশ কয়েকজন কংগ্রেস বিধায়ক সরকারে যোগ দিতে পারেন। সেই পরিস্থিতিতেই বিজেপি প্রধানের এমন মন্তব্য যথেষ্ট তাৎপর্যপূর্ণ।
দিন কয়েক আগেই শোনা গিয়েছিল, মহারাষ্ট্র কংগ্রেসে চিড় ধরছে। সরকার পড়ে যাওয়ার পর থেকেই রাজ্যের কংগ্রেস প্রধান নানা পাটোলের কাজকর্ম নিয়ে অসন্তোষ তৈরি হয়েছিল দলের মধ্যে। কয়েকদিন আগেই কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গের সঙ্গে বৈঠকের সময় ফের উঠে আসে এই প্রসঙ্গ। কংগ্রেস নেতা সুনীল কেদার ও বিজয় বেদাত্তিওয়ার সাফ জানান, পাটোলের আচরণ একেবারেই মেনে নেওয়া যাচ্ছে না। সূত্রের খবর, মহারাষ্ট্রে দলীয় কোন্দল মেটাতে রাহুল গান্ধী ও খাড়গেকে হস্তক্ষেপ করতে হয়েছে।
এহেন পরিস্থিতিতেই মুখ খুলেছেন মহারাষ্ট্র বিজেপি প্রধান। তিনি বলেন, “কংগ্রেস রাজ্য প্রেসিডেন্ট নানা পাটোলে খুবই চেষ্টা করছেন দলের বিধায়কদের একত্রিত করতে। তবে ইতিমধ্যেই মহারাষ্ট্রের সরকারে বিধায়কের সংখ্যা ২০০ ছাড়িয়েছে। তাই এখনই কাউকে সরকারে আসতে বলছি না। তবে কেউ যদি সরকারে যোগ দিতে চান তাহলে সকলকে স্বাগত জানাব।” আচমকাই অজিত পওয়ার-সহ বেশ কয়েকজন এনসিপি বিধায়ক মহারাষ্ট্রের সরকারে যোগ দেন। হাত শিবিরেও কি একই বিপর্যয় ঘটতে চলেছে?
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.