সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বাংলাদেশে অশান্তির আবহে ডিসেম্বর মাসে মহারাষ্ট্রে গ্রেপ্তার ৪৩ জন বাংলাদেশি। মহারাষ্ট্র পুলিশের সন্ত্রাসদমন শাখা (এটিএস) একাধিক অভিযান চালিয়ে পাকড়াও করেছে অবৈধ অভিবাসীদের। ইতিমধ্যে এই বিষয়ে ১৯টি পৃথক মামলা রুজু হয়েছে।
মহারাষ্ট্র পুলিশ সূত্রে খবর, গত চার দিন ধরে মুম্বই, ছত্রপতি শম্ভাজিনগর, নাসিক এবং নান্দেডে অভিযান চালিয়ে এক মহিলা-সহ ৯ জন বাংলাদেশিকে গ্রেপ্তার করা হয়েছে। ধৃতদের কাছে বৈধ নথি না থাকার কারণেই তাঁদের গ্রেপ্তার করা হয়েছে। এমনকী ভুয়ো নথি তৈরিরও অভিযোগ উঠেছে। নতুন করে এই গ্রেপ্তারির পর মহারাষ্ট্রে এক মাসে গ্রেপ্তারির সংখ্যা ৪৩-এ পৌঁছাল।
বিশেষজ্ঞদের দাবি, বাংলাদেশে সাম্প্রতিক অশান্ত পরিস্থিতির কারণে ভারতে অনুপ্রবেশের আশঙ্কা বাড়ছে। এই অবস্থায় গোটা দেশে ধরপাকড় শুরু হয়েছে। মহারাষ্ট্রের মতো দিল্লিতেও সম্প্রতি একাধিক অবৈধ বাংলাদেশি অভিবাসী ধরা পড়েছেন। তাঁদের কাছেও জাল নথি মিলেছে বলেও খবর। দিল্লি পুলিশ সূত্রে জানা গিয়েছে, অবৈধ অভিবাসী সন্দেহে আটক হওয়া ২৫ জনেরও বেশি বাংলাদেশিকে সে দেশে ফেরত পাঠানোর প্রক্রিয়া শুরু হয়েছে।
দিল্লিতে অবৈধ অভিবাসী নিয়ে সম্প্রতি একটি নির্দেশিকা জারি করে দিল্লির লেফটেন্যান্ট গভর্নরের সচিবালয়। এরপর বাংলাদেশিদের খুঁজে বের করতে স্থানীয় থানাগুলির পুলিশকর্মী এবং অন্য আধিকারিকদের নিয়ে একটি বিশেষ দল গঠন করা হয়েছে। তাঁরা বাড়ি বাড়ি ঘুরে তথ্য সংগ্রহ শুরু করেছেন। এখনও পর্যন্ত দিল্লিতে প্রায় ১৭৫ জন বাংলাদেশিকে অবৈধ অভিবাসী সন্দেহে চিহ্নিত করেছে পুলিশ। তাঁদেরকেও ওপারে ফেরানোর চেষ্টা হবে।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.