মারাঠা সংরক্ষণ। ফাইল ছবি।
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মহারাষ্ট্র বিধানসভায় পাশ হয়ে গেল ঐতিহাসিক মারাঠা সংরক্ষণ বিল (Maratha Reservation Bill)। একনাথ শিণ্ডে সরকারের আনা বিলকে সমর্থন করল বিরোধীরাও। ফলে সর্বসম্মতিক্রমে ঐতিহাসিক ওই বিল পাশ হয়ে গেল। রাজ্যপাল সই করলেই বিলটি আইনে পরিণত হবে।
মারাঠা সংরক্ষণ আইন পাশ হয়ে গেলে মহারাষ্ট্রে চাকরি এবং শিক্ষাক্ষেত্রে ১০ শতাংশ সংরক্ষণ পাবেন মূলনিবাসী মারাঠার। মহারাষ্ট্র স্টেট সোশ্যালি এবং ইকোনমিক্যালি ব্যাকওয়ার্ডস বিল ২০২৪-এ বলা হয়েছে, আগামী ১০ বছর বাদে এই সংরক্ষণের পরিমাণ খতিয়ে দেখা হবে। মারাঠা রাজ্য ওবিসি কমিশনের রিপোর্টের পরই এই বিল আনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে দাবি মহারাষ্ট্র সরকারের (Maharastra)।
এর আগে রাজ্যে মোট ৫২ শতাংশ সংরক্ষণ ছিল। নতুন বিল পাশ হওয়ায় তা গিয়ে দাঁড়াল ৬২ শতাংশে। অথচ, সুপ্রিম কোর্টের (Supreme Court) নির্দেশ অনুযায়ী কোনও রাজ্যেই ৫০ শতাংশের বেশি সংরক্ষণ বাঞ্ছনীয় নয়। আপাতত মহারাষ্ট্র সরকার সেই নির্দেশ শিকেয় তুলে রাখল। আসন্ন লোকসভা ভোটের আগে মহারাষ্ট্রে বিজেপি সরকারের এই সিদ্ধান্তকে মাস্টার স্ট্রোক হিসেবে দেখছে রাজনৈতিক মহল। এর আগে ছত্তিশগড়, রাজস্থান এবং ওড়িশাতেও সুপ্রিম কোর্টের এই নির্দেশ শিকেয় তুলে সংরক্ষণ করা হয়েছিল। পরে আবার সেই সংরক্ষণ খারিজ হয়ে গিয়েছে।
লোকসভার আগে শিণ্ডে-ফড়ণবিসের এই সিদ্ধান্ত মাস্টারস্ট্রোক হতে পারে। উত্তরপ্রদেশের পর সবচেয়ে বেশি লোকসভা আসন রয়েছে মহারাষ্ট্রেই। রাজ্যের ৩০ শতাংশ অধিবাসী মারাঠা সম্প্রদায়ের। নতুন বিল পাশ করায় বিজেপি মারাঠাদের একচেটিয়া সমর্থন পেয়ে যেতে পারে বলেও মনে করছেন অনেকে।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.