Advertisement
Advertisement
Maratha Reservation Bill

মহারাষ্ট্রে পাশ ঐতিহাসিক মারাঠা সংরক্ষণ বিল, সংরক্ষণ পেরোল ৬০ শতাংশ

লোকসভার আগে মহারাষ্ট্রে মাস্টারস্ট্রোক বিজেপির।

Maharashtra Assembly today unanimously passed the Maratha Reservation Bill | Sangbad Pratidin

মারাঠা সংরক্ষণ। ফাইল ছবি।

Published by: Subhajit Mandal
  • Posted:February 20, 2024 2:56 pm
  • Updated:February 20, 2024 2:59 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মহারাষ্ট্র বিধানসভায় পাশ হয়ে গেল ঐতিহাসিক মারাঠা সংরক্ষণ বিল (Maratha Reservation Bill)। একনাথ শিণ্ডে সরকারের আনা বিলকে সমর্থন করল বিরোধীরাও। ফলে সর্বসম্মতিক্রমে ঐতিহাসিক ওই বিল পাশ হয়ে গেল। রাজ্যপাল সই করলেই বিলটি আইনে পরিণত হবে।

মারাঠা সংরক্ষণ আইন পাশ হয়ে গেলে মহারাষ্ট্রে চাকরি এবং শিক্ষাক্ষেত্রে ১০ শতাংশ সংরক্ষণ পাবেন মূলনিবাসী মারাঠার। মহারাষ্ট্র স্টেট সোশ্যালি এবং ইকোনমিক্যালি ব্যাকওয়ার্ডস বিল ২০২৪-এ বলা হয়েছে, আগামী ১০ বছর বাদে এই সংরক্ষণের পরিমাণ খতিয়ে দেখা হবে। মারাঠা রাজ্য ওবিসি কমিশনের রিপোর্টের পরই এই বিল আনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে দাবি মহারাষ্ট্র সরকারের (Maharastra)।

Advertisement

[আরও পড়ুন: মমতার পথেই মোদি! কেন্দ্রীয় প্রকল্পগুলি নিয়ে মানুষের ঘরে পৌঁছনোর বার্তা মন্ত্রীদের]

এর আগে রাজ্যে মোট ৫২ শতাংশ সংরক্ষণ ছিল। নতুন বিল পাশ হওয়ায় তা গিয়ে দাঁড়াল ৬২ শতাংশে। অথচ, সুপ্রিম কোর্টের (Supreme Court) নির্দেশ অনুযায়ী কোনও রাজ্যেই ৫০ শতাংশের বেশি সংরক্ষণ বাঞ্ছনীয় নয়। আপাতত মহারাষ্ট্র সরকার সেই নির্দেশ শিকেয় তুলে রাখল। আসন্ন লোকসভা ভোটের আগে মহারাষ্ট্রে বিজেপি সরকারের এই সিদ্ধান্তকে মাস্টার স্ট্রোক হিসেবে দেখছে রাজনৈতিক মহল। এর আগে ছত্তিশগড়, রাজস্থান এবং ওড়িশাতেও সুপ্রিম কোর্টের এই নির্দেশ শিকেয় তুলে সংরক্ষণ করা হয়েছিল। পরে আবার সেই সংরক্ষণ খারিজ হয়ে গিয়েছে।

[আরও পড়ুন: মমতার পথেই মোদি! কেন্দ্রীয় প্রকল্পগুলি নিয়ে মানুষের ঘরে পৌঁছনোর বার্তা মন্ত্রীদের]

লোকসভার আগে শিণ্ডে-ফড়ণবিসের এই সিদ্ধান্ত মাস্টারস্ট্রোক হতে পারে। উত্তরপ্রদেশের পর সবচেয়ে বেশি লোকসভা আসন রয়েছে মহারাষ্ট্রেই। রাজ্যের ৩০ শতাংশ অধিবাসী মারাঠা সম্প্রদায়ের। নতুন বিল পাশ করায় বিজেপি মারাঠাদের একচেটিয়া সমর্থন পেয়ে যেতে পারে বলেও মনে করছেন অনেকে।

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement