Advertisement
Advertisement

Breaking News

Maharashtra Assembly Election

‘মুখ্যমন্ত্রী হবে বিজেপি থেকেই’, মহা নির্বাচনের আগে গেরুয়া শিবিরকে সমর্থন রাজ ঠাকরের

মহারাষ্ট্রের নির্বাচনে এমএনএসের সমর্থন পেলে বহু আসনে সুবিধা হবে বিজেপির।

Maharashtra Assembly Election: MNS will be part of BJP-led govt, says Raj Thackeray
Published by: Subhajit Mandal
  • Posted:October 31, 2024 1:46 pm
  • Updated:October 31, 2024 1:48 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মহারাষ্ট্রে ভোটের মুখে বড়সড় স্বস্তি পেয়ে গেল বিজেপি নেতৃত্বাধীন মহাজুটি! মহারাষ্ট্র নবনির্মাণ সেনার প্রধান তথা বালাসাহেব ঠাকরের ভাইপো রাজ ঠাকরে আরও একবার স্পষ্ট করে দিলেন, “আসন্ন নির্বাচনে বিজেপিকেই সমর্থন করবে তাঁর দল।” রাজের বিশ্বাস, মহারাষ্ট্রের পরবর্তী মুখ্যমন্ত্রী হবেন বিজেপি থেকেই।

রাজ ঠাকরে একটা সময় পর্যন্ত বিজেপির প্রবল সমালোচক ছিলেন। ততদিন অবশ্য তাঁর চরম ‘শত্রু’ উদ্ধব ঠাকরে বিজেপির জোটসঙ্গী ছিলেন। উদ্ধবের সঙ্গে বিজেপির ‘বিচ্ছেদে’র পরই রাজ গেরুয়া শিবিরের ঘনিষ্ঠ হওয়ার শুরু করেন। ২০২৪ লোকসভা নির্বাচনে এমএনএস নিঃস্বার্থভাবে বিজেপিকে সমর্থন করে। এবার বিধানসভা নির্বাচনেও বিজেপিকে সমর্থন করার কথা ঘোষণা করলেন রাজ ঠাকরে।

Advertisement

তবে এতে তাঁর নিজেরও স্বার্থও আছে। আসলে রাজ ঠাকরে নিজে জনপ্রিয় এবং ক্ষুরধার নেতা হলেও মহারাষ্ট্রের অধিকাংশ আসনে তাঁর দল এমএনএসের বিশেষ প্রভাব নেই। মুম্বই এবং ঠানের কিছু আসনেই সীমাবদ্ধ এমএনএস। তবে রাজ ঠাকরে এবার নিজের ছেলে অমিত ঠাকরেকে ভোট ময়দানে নামিয়েছেন। মুম্বইয়ের হাই প্রোফাইল মাহিম আসন থেকে ভোট ময়দানে রাজ ঠাকরের ছেলে। রাজ ভালোমতোই জানেন, তাঁর দলের একার শক্তিতে ওই আসন থেকে ছেলেকে জেতানো সম্ভব নয়। বিজেপির সমর্থন তাঁর প্রয়োজন। কারণ ওই কেন্দ্র থেকে মহাজুটির তরফে শিন্ডে সেনা আলাদা করে প্রার্থী দিয়েছে।

বিজেপিও রাজকে গোটা মহারাষ্ট্রে তাঁদের সমর্থন করার পুরস্কার দিচ্ছে। দেবেন্দ্র ফড়নবিস ঘোষণা করে দিয়েছেন, মাহিম আসনটিতে রাজ ঠাকরের ছেলেকেই সমর্থন করবে বিজেপি। একনাথ শিন্ডের সঙ্গে আলোচনার মাধ্যমে ওই কেন্দ্রে শিব সেনার প্রার্থী প্রত্যাহার করানোরও প্রতিশ্রুতি দিয়েছেন তিনি। আসলে তিনিও জানেন, মহারাষ্ট্রের নির্বাচনে এমএনএসের সমর্থন পেলে বহু আসনে সুবিধা হবে বিজেপির।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement