Advertisement
Advertisement
Maharashtra Assembly Election

মুখ্যমন্ত্রী বিজেপির, দুই শরিকের উপমুখ্যমন্ত্রী! রফাসূত্র নিয়ে শাহের বাড়িতে মহাবৈঠকে ফড়ণবিস-শিণ্ডেরা

উপমুখ্যমন্ত্রী হতে রাজি নন একনাথ শিণ্ডে, আগেই স্পষ্ট করে দিয়েছে শিব সেনা।

Maharashtra Assembly Election: BJP-led Mahayuti leaders to meet Amit Shah in Delhi
Published by: Subhajit Mandal
  • Posted:November 28, 2024 10:08 am
  • Updated:November 28, 2024 10:18 am  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মুখ্যমন্ত্রী বিজেপির। দুই উপমুখ্যমন্ত্রীর একজন শিব সেনার শিণ্ডে শিবিরের, অপরজন এনসিপির অজিত পওয়ার শিবিরের। মহারাষ্ট্রের কুরসি জট কাটাতে পুরনো ফর্মুলাতেই ফিরছে বিজেপির শীর্ষ নেতৃত্ব। এমনটাই সূত্রের খবর।

মুখ্যমন্ত্রী পদ নিয়ে রাজ্যস্তরে দড়ি টানাটানি অব্যাহত থাকায় জটিলতা কাটাতে আসরে নেমেছে বিজেপির শীর্ষ নেতৃত্ব। সূত্রের খবর, বুধবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ জোটের তিন নেতা দেবেন্দ্র ফড়ণবিস, একনাথ শিণ্ডে ও অজিত পাওয়ারের সঙ্গে কথা বলেন। জটিলতা কাটাতে দিল্লিতে আসার নির্দেশ দেন। বৃহস্পতিবার ওই তিন নেতার সঙ্গেই বৈঠক করবেন বিজেপির শীর্ষ নেতারা। অমিত শাহ ছাড়াও রাজনাথ সিং ও জেপি নাড্ডা থাকতে পারেন বলে মনে করা হচ্ছে। সেই বৈঠকেই ওই সূত্র দেওয়া হবে।

Advertisement

একনাথ শিণ্ডে শিবির আগেই স্পষ্ট করে দিয়েছে, মুখ্যমন্ত্রী থাকার পর আর উপমুখ্যমন্ত্রী পদ গ্রহণ করা একনাথ শিণ্ডের পক্ষে সম্ভব নয়। বুধবার শিব সেনা বিধায়ক সঞ্জয় শিরসাত স্পষ্ট করে দিয়েছেন, “একনাথ শিণ্ডেকে সামনে রেখেই বিধানসভা নির্বাচনে লড়া হয়েছিল। তাই তিনিই মুখ্যমন্ত্রী পদের দাবিদার। শিণ্ডে উপমুখ্যমন্ত্রীর পদ গ্রহণ করবেন না।” শিণ্ডে নিজে অবশ্য পুরোটা ছেড়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির উপর। তাঁর বক্তব্য, “আমি পদের জন্য লালায়িত নই। মোদি পরিবারের প্রধান। তিনি যা বলবেন, তাই হবে। আমি বাধা হয়ে দাঁড়াব না।” কিন্তু বিদায়ী মুখ্যমন্ত্রী মুখে যা-ই বলুন, কুরসির আশা তিনি ছাড়েননি। তাছাড়া শেষ পর্যন্ত উপমুখ্যমন্ত্রীর পদ পেলেও যে তিনি নিজে ওই পদে থাকবেন না, সেটাও একপ্রকার চূড়ান্ত করে ফেলেছেন।

শিব সেনা সূত্র বলছে, নিতান্তই বিজেপি মুখ্যমন্ত্রী পদ না ছাড়লে একনাথ শিণ্ডে নিজে মন্ত্রিসভায় না-ও থাকতে পারেন। সেক্ষেত্রে দল থেকে অন্য কেউ উপমুখ্যমন্ত্রী হতে পারেন। তবে বিজেপি আবার শিণ্ডেকেই উপমুখ্যমন্ত্রী পদে চাইবে। কারণ আগের মন্ত্রিসভায় ফড়ণবিস শিণ্ডের ডেপুটি হিসাবে কাজ করেছেন। এবার উলটোটা না হলে জনমানসে ভুল বার্তা যাবে বলে মনে করছে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব। রবিবার শিণ্ডেকে দিল্লিতে সেটাই বোঝানো হতে পারে। মহারাষ্ট্রের আর এক উপমুখ্যমন্ত্রী যে অজিত পওয়ার হতে চলেছেন, তাতে অবশ্য কারও কোনও সংশয় নেই।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement