Advertisement
Advertisement

Breaking News

Maharashtra

দীপাবলিতে বিরাট বোনাস! নির্ঘণ্ট প্রকাশের মিনিট খানেক আগে বড় ঘোষণা শিন্ডে সরকারের

আদর্শ আচরণবিধি লাগুর মিনিটখানেক আগে বড় ঘোষণা মহারাষ্ট্র সরকারের।

Maharashtra announces Diwali bonus for government staff minutes before poll dates
Published by: Amit Kumar Das
  • Posted:October 15, 2024 5:01 pm
  • Updated:October 15, 2024 5:01 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: নির্বাচনকে মাথায় রেখে গত একমাসে কার্যত কল্পতরুর ভূমিকায় দেখা গিয়েছে মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডেকে। সেই ধারা অব্যাহত রইল নির্ঘণ্ট প্রকাশে মিনিট খানেক আগেও। নির্বাচন কমিশনার রাজীব কুমার যখন দিল্লিতে বসে মহারাষ্ট্র ও ঝাড়খণ্ডে ভোটের দিন ঘোষণার প্রস্তুতি নিচ্ছেন ঠিক সেই সময় মহারাষ্ট্রের  সরকারি কর্মীদের জন্য দীপাবলির বোনাস ঘোষণা করে দিল শিন্ডে সরকার।

নিয়ম অনুযায়ী, কমিশনের তরফে নির্বাচনের দিন ঘোষণার সঙ্গে সঙ্গে সংশ্লিষ্ট রাজ্যে লাগু হয়ে যায় আদর্শ আচরণবিধি। তবে সেই বিধি লাগু হওয়ার কয়েক মিনিট আগেই উপহারের ডালিতে থাকা শেষ উপহারটাও উপুড় করে দিলেন মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে। জানিয়ে দিলেন, বৃহনমুম্বই পুরসভা বা বিএমসি-এর সব কর্মীকে এবার দীপাবলিতে ২৮ হাজার টাকা করে বোনাস দেওয়া হবে। গতবার এই বোনাসের পরিমাণ ছিল মাত্র ৩ হাজার টাকা। শুধু তাই নয়, লেড়কি বেহেন যোজনার চতুর্থ ও পঞ্চম ইনস্টলমেন্টের টাকাও অগ্রিম দেওয়ার ঘোষণা করেছেন তিনি। এই প্রকল্পে যাঁদের পরিবারের বার্ষিক আয় ২.৫ লক্ষ টাকার কম, সেই পরিবারের মহিলা ১৫০০ টাকা করে মাসিক সাহায্য পান।

Advertisement

মহারাষ্ট্রে আসন্ন বিধানসভা নির্বাচন উপলক্ষে একদিকে এনডিএ সরকারের বিরুদ্ধে দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার-সহ নানা ইস্যুতে আন্দোলনে ঝাঁপিয়ে পড়েছে কংগ্রেস, শিবসেনা (উদ্ধব) ও এনসিপি (শরদ)-এর মহাবিকাশ আঘাড়ি। অন্যদিকে, ক্ষমতায় টিকে থাকতে একের পর এক প্রকল্পকে হাতিয়ার করেছে একনাথ শিন্ডের এনডিএ সরকার। সম্প্রতি ধাঙড় গোষ্ঠীর ভোটকে গুরুত্ব দিয়ে তাদের তপসিলি জনজাতি (এসটি) সম্প্রদায়ের অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পাশাপাশি গত বৃহস্পতিবার ওবিসি, আদিবাসী ও সংখ্যালঘু সম্প্রদায়ের জন্য একাধিক প্রস্তাবে অনুমোদন দেওয়া হয়েছে। যেখানে মাদ্রাসা শিক্ষকদের বেতন বৃদ্ধি। আদিবাসী উন্নয়নের লক্ষ্যে শবরী ট্রাইবাল ফিনান্স কর্পোরেশনে আর্থিক অনুদানের পরিমাণ ৫০ লক্ষ থেকে বাড়িয়ে করা হয়েছে ১০০ কোটি। পাশাপাশি সংখ্যালঘু উন্নয়নে আর্থিক বরাদ্দের পরিমাণ ৭০০ কোটি থেকে বাড়িয়ে ১০০০ কোটি করা হয়েছে। হিন্দু ভোটকে মাথায় রেখে গরুকে ‘রাজ্যমাতা’ হিসেবে ঘোষণা করা হয়েছে। এবার শেষ বেলায় দীপাবলির বোনাস ঘোষণা করলেন শিন্ডে।

উল্লেখ্য, মঙ্গলবার মহারাষ্ট্র ও ঝাড়খণ্ডে বিধানসভা নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করেছে নির্বাচন কমিশন। কমিশন জানিয়েছে, একদফায় নির্বাচন হবে মহারাষ্ট্রে। ২০ নভেম্বর হবে ভোট। ঝাড়খণ্ডে ভোটাভুটি হবে দুই দফায়। ১৩ ও ২০ নভেম্বর। ফলাফল ঘোষণা ২৩ নভেম্বর।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement