Advertisement
Advertisement
Maharashtra and Jharkhand Assembly Election results

‘ঐতিহাসিক জয়’, মহাজুটির সাফল্যে একনাথ ও অজিতের প্রশংসায় মোদি

নরেন্দ্র মোদি জানালেন, “উন্নয়নের জয়, সুশাসনের জয়।"

Maharashtra and Jharkhand Assembly Election results: PM Modi celebrate MahaYuti’s historic victory in Maharashtra
Published by: Subhajit Mandal
  • Posted:November 23, 2024 8:39 am
  • Updated:November 23, 2024 10:01 pm  

মহারাষ্ট্র ও ঝাড়খণ্ডের বিধানসভা নির্বাচনের ফলপ্রকাশ । দুই রাজ্যেই স্পষ্ট জনাদেশ দিল জনতা। মহারাষ্ট্রে মহা বিকাশ আঘাড়িকে হারিয়ে বিপুল সংখ্যা গরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় আসছে মহাজুটি। অন্যদিকে, ঝাড়খণ্ডে ইন্ডিয়ার জয়জয়কার।  এদিকে আর জি কর পরবর্তী বাংলার প্রথম উপনির্বাচনের ফলেও দাপট তৃণমূলের। 

সন্ধ্যা ৮টা ৫০: মহারাষ্ট্রে মহাজুটির সাফল্যকে ঐতিহাসিক জয় বলে উল্লেখ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। পাশাপাশি এই সাফল্যের জন্য একনাথ শিণ্ডে ও অজিত পওয়ারের প্রশংসা শোনা গেল প্রধানমন্ত্রীর গলায়।

Advertisement

সন্ধ্যা ৬টা ৩৫: বাংলায় উপনির্বাচনে বিরোধীদের হোয়াইট ওয়াশ করার পর X হ্যান্ডলে মা-মাটি-মানুষকে এই জয়ের কাণ্ডারি বলে উল্লেখ করেন মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর বার্তা, ‘আমরা জমিদার নই, মানুষের পাহারাদার। মা-মাটি-মানুষকে জানাই বিনম্র চিত্তে অভিবাদন। জয় বাংলা।’ অভিষেক বন্দ্যোপাধ্যায় বিঁধলেন বিজেপির ‘জমিদারি’ মনোভাবকে। 

সন্ধ্যা ৬টা ৩০: হারের পর বিস্ফোরক অভিযোগ সঞ্জয় রাউতের। তিনি বলেন, “এই ফলাফলকে আমরা জনতার রায় বলে মানি না। কিছু একটা গোলমাল হয়েছে। এ রাজ্যের মানুষ তো অসৎ নয়। এই ফল কী করে সম্ভব? বিজেপির লাডলা ভাই গৌতম আদানি। ওঁর সাহায্য়েই ওরা জিতেছে। বড় যড়যন্ত্র হয়েছে।”

সন্ধ্যা ৬টা ২০: জয় কার্যত নিশ্চিত হওয়ার পর প্রথমবার মুখ খুললেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী একনাথ শিণ্ডে। তিনি বললেন, ‘আমি বলেছিলাম নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পাব। সেটাই পেয়েছি। সাধারণ মানুষ আমাদের উপর আস্থা রেখেছেন। যদিও মুখ্যমন্ত্রী কে হবেন? সে বিষয়ে কোনও মন্তব্য করেননি শিণ্ডে।

সন্ধ্যা ৬টা: মহারাষ্ট্রে মহাজুটির জয়ের পর বার্তা দিলেন প্রধানমন্ত্রী। নরেন্দ্র মোদি লিখলেন, “উন্নয়নের জয়, সুশাসনের জয়। একসঙ্গে থাকলে আরও শীর্ষে পৌঁছাব আমরা।” একইসঙ্গে তিনি লেখেন, “মহারাষ্ট্রের আমার বোন ও ভাইদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা… বিশেষ করে রাজ্যের যুবক ও মহিলাদের… এনডিএ-র জন্য ঐতিহাসিক রায় দিয়েছেন। এই স্নেহ এবং উষ্ণতা অতুলনীয়। আমি জনগণকে আশ্বাস দিচ্ছি, আমাদের জোট মহারাষ্ট্রের উন্নতির জন্য কাজ করে যাবে। জয় মহারাষ্ট্র।”

বিকাল ৫টা: মহারাষ্ট্রে ২৩০ আসনে এগিয়ে মহাজুটি। মহা বিকাশ আঘাড়ি পঞ্চাশেরও নিচে। ঝাড়খণ্ডে এগিয়ে ইন্ডিয়া জোট। ইন্ডিয়া জোট এগিয়ে ৫৭ আসনে। এনডিএ এগিয়ে ২৩ আসনে। 

দুপুর ৩টে ৩০: কার্যত স্পষ্ট ফলাফল। মহারাষ্ট্রে মহাজুটি ২২৯টি আসনে এগিয়ে। বিজেপি একাই এগিয়ে ১৩০ আসনে। অন্যদিকে মহা বিকাশ আঘাড়ি সাকুল্যে ৫৮টি আসনে এগিয়ে। 

দুপুর ৩টে: ঝাড়খণ্ডে এগিয়ে যাচ্ছে ইন্ডিয়া জোট। এই মুহূর্তে ইন্ডিয়া জোট এগিয়ে ৫৬ আসনে। বিজেপি জোট এগিয়ে মাত্র ২৪ আসনে।  

দুপুর ২.৩০: ওয়ানড়ে বিরাট জয়ের পথে প্রিয়াঙ্কা গান্ধী। ইতিমধ্যেই প্রায় সাড়ে ৩ লক্ষ ভোটে এগিয়ে কংগ্রেসের সাধারণ সম্পাদক। 

দুপুর ১২টা ৩০: ক্রমশ স্পষ্ট হচ্ছে মহারাষ্ট্রের ফল। বিজেপি জোট এগিয়ে ২২০ আসনে। বিরোধী শিবির মাত্র ৫৫ আসনে এগিয়ে। 

সকাল ১১টা ২০: ঝাড়খণ্ডে এগিয়ে ইন্ডিয়া জোট। একক বৃহত্তম দল হওয়া নিয়ে টক্কর জেএমএম-বিজেপির।

সকাল ১০ টা ৫০: মহারাষ্ট্রের হেভিওয়েটদের মধ্যে এগিয়ে মুখ্যমন্ত্রী একনাথ শিণ্ডে, দুই উপমুখ্যমন্ত্রী অজিত পওয়ার এবং দেবেন্দ্র ফড়ণবিস। বিরোধীদের মধ্যে এগিয়ে আদিত্য ঠাকরে, নানা পাটোলে। পিছিয়ে কংগ্রেসের বালাসাহেব থোরাট, পৃথ্বীরাজ চৌহান।   

সকাল ১০টা ৪৫: মহারাষ্ট্রে বিজেপি একাই ১২৫ আসনে এগিয়ে। শিব সেনা ৫৫, অজিতের এনসিপি ২৫ আসনে এগিয়ে। ধরাশায়ী দশা বিরোধী শিবিরের। বিরোধীদের মধ্যে কংগ্রেস ২২, শিব সেনা উদ্ধব ১৭ এবং শরদ পওয়ার ১৭ আসনে এগিয়ে।  

সকাল ১০টা ৪০: ওয়ানড়ে লক্ষাধিক ভোটে এগিয়ে প্রিয়াঙ্কা গান্ধী। 

সকাল ১০টা ৩০: মহারাষ্ট্রে একচেটিয়ে জয়ের দিকে এগোচ্ছে মহাজুটি। ধারে কাছে নেই মহা বিকাশ আঘাড়ি। প্রাথমিক ট্রেন্ডে দুশোর বেশি আসনে এগিয়ে বিজেপি জোট। মহা বিকাশ আঘাড়ি এগিয়ে মাত্র ৭০ আসনে।  

সকাল ১০টা ২৫: নৈহাটি কেন্দ্রে সপ্তম রাউন্ড গণনা শেষে ৩৫ হাজার ৩৪৪-এর বেশি ভোটে এগিয়ে তৃণমূল প্রার্থী। হাড়োয়ায় তৃতীয় রাউন্ড শেষে ৩৪ হাজার ৪৫২ ভোটে এগিয়ে ঘাসফুল প্রার্থী। 

সকাল ১০টা ২০:  বাঁকুড়ার তালড্যাংরায় দ্বিতীয় রাউন্ড গণনার শেষে তৃণমূল প্রার্থী ৩ হাজার ৩৯৭ ভোটে এগিয়ে রয়েছেন। তাঁর নিকটতম প্রার্থী প্রতিদ্বন্দ্বী বিজেপি।

সকাল ১০টা ১৫: মেদিনীপুর কেন্দ্রে দ্বিতীয় রাউন্ড গণনা শেষে  তৃণমূল প্রার্থীর ঝুলিতে ১৬ হাজার ৪ টি ভোট।  বিজেপি প্রার্থী পেয়েছেন ১০ হাজার ১৬৮ টি ভোট।  তৃণমূল প্রার্থী এগিয়ে ৫ হাজার ৮৩৬ ভোটে। 

সকাল ১০টা ১০: দ্বিতীয় রাউন্ড শেষে বিজেপির হাতে থাকা মাদারিহাটে ১০ হাজার ভোটে এগিয়ে তৃণমূল। সিতাইয়ে প্রায় ৬০ হাজার ভোটের লিড নিয়েছে শাসকদলের প্রার্থী। 

সকাল ৯টা ৪৫ মিনিট: রাজ্যের ৬ কেন্দ্রেই ব্যবধান বাড়ছে তৃণমূলের। মাদারিহাটেও ২০ হাজারের বেশি ভোটে এগিয়ে তৃণমূল। সিতাইয়ে লিড ৪০ হাজারের বেশি। একমাত্র তালড্যাংরায় লড়াইয়ে আছে বিজেপি। ওই কেন্দ্রে শাসকদলের লিড ৩ হাজার ৭০০ ভোটে।  

সকাল ৯টা ৩০: প্রাথমিক ট্রেন্ডে মহারাষ্ট্রে ম্যাজিক ফিগার ছুঁয়ে ফেলল মহাজুটি। অনেক পিছিয়ে মহা বিকাশ আঘাড়ি। ঝাড়খণ্ডেও এগিয়ে এনডিএ। 

সকাল ৯টা ২০: ওয়ানড়ের উপনির্বাচনে বড় ব্যবধানে এগিয়ে গেলেন কংগ্রেস প্রার্থী প্রিয়াঙ্কা গান্ধী। দ্বিতীয় স্থানে বিজেপি।  

সকাল ৯টা: প্রাথমিক ট্রেন্ডে বাংলার ৬ কেন্দ্রেই এগিয়ে তৃণমূল।  নৈহাটিতে বিপুল ভোটে এগিয়ে গেলেন তৃণমূল প্রার্থী সনৎ দে। মাদারিহাটেও এগিয়ে শাসকদলই। 

সকাল ৮টা ৫৮ মিনিট: প্রায় ১ ঘণ্টার গণনা শেষ। মহারাষ্ট্রে ৯২ আসনে এগিয়ে বিজেপি নেতৃত্বাধীন মহাজুটি। কংগ্রেস নেতৃত্বাধীন এমভিএ এগিয়ে ৬০ আসনে। ঝাড়খণ্ডে ৩৪ আসনে এগিয়ে বিজেপি জোট। ১৭ আসনে এগিয়ে ইন্ডিয়া। 

সকাল ৮টা ৪৫ মিনিট: রাজ্যের ৬ কেন্দ্রের মধ্যে প্রাথমিক ট্রেন্ডে নৈহাটি, হাড়োয়া, মেদিনীপুর মাদারিহাটে এগিয়ে তৃণমূল।   

সকাল ৮টা ৩০ মিনিট: প্রাথমিক ট্রেন্ডে নৈহাটিতে এগিয়ে তৃণমূল প্রার্থী সনৎ দে। 
সকাল ৮টা ১৫:
প্রাথমিক ট্রেন্ডে মহারাষ্ট্র এবং ঝাড়খণ্ড দুই রাজ্যেই এগিয়ে এনডিএ জোট। তবে সেটা একেবারেই প্রাথমিক ট্রেন্ড। 

সকাল ৮টা ৫ মিনিট: বাংলার ৬ আসনের উপনির্বাচনেও শুরু ভোটগণনা। মেদিনীপুর, হাড়োয়া, তালড্যাংরা, মাদারিহাট, সিতাই এবং নৈহাটিতে চলছে ভোট গণনা। 

সকাল ৮ টা: দুই রাজ্যেই শুরু হল ভোট গণনা। মহারাষ্ট্র ২৮৮ আসন এবং ঝাড়খণ্ডের ৮১ আসনের ভোটগণনা চলছে।  

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement