Advertisement
Advertisement

Breaking News

Maharashtra

দড়ির ফাঁসে রেহাই খুঁজছেন অন্নদাতারা! মহারাষ্ট্রে ৫ মাসে আত্মহত্যা ৪৬১ জন কৃষকের

শুধুমাত্র পশ্চিম বিদর্ভ অঞ্চলেই এই অবস্থা, গোটা মহারাষ্ট্রের রিপোর্ট এখনও প্রকাশ্যে আনেনি সরকার।

Maharashtra 461 farmers killed himself in Western Vidarbha in 5 months
Published by: Amit Kumar Das
  • Posted:June 14, 2024 6:43 pm
  • Updated:June 14, 2024 6:48 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কৃষকদের স্বার্থরক্ষায় সরকার যতই গালভরা প্রতিশ্রুতি দিক না কেন, ভালো নেই দেশের অন্নদাতারা। রিপোর্ট বলছে, দড়ির ফাঁসেই যেন রেহাই খুঁজছেন দেশের কৃষকরা। দেশজুড়ে ক্রমাগত বেড়েই চলেছে কৃষক আত্মহত্যার ঘটনা। এর মধ্যে সবচেয়ে খারাপ অবস্থা মহারাষ্ট্রে। সরকারি পরিসংখ্যান বলছে, মহারাষ্ট্রের পশ্চিম বিদর্ভ অঞ্চলে গত ৫ মাসে আত্মহত্যা করেছেন ৪৬১ জন কৃষক। পাশাপাশি অমরাবতী জেলায় ৫ মাসে এই আত্মহত্যার সংখ্যাটা ১৪৩।

মহারাষ্ট্রের (Maharashtra) সরকারি রিপোর্ট বলছে, গত ৫ মাসে অমরাবতীতে (Amaravati) ১৪৩ জন আত্মহত্যা করেছেন। এছাড়া অকোলা জেলায় সংখ্যাটা ৮২, যবনমালে ১৩২ বুলদানায় ৮৩, ওয়াসিম জেলায় ২১ জন আত্মহত্যা করেছেন গত ৫ মাসে। সরকারিভাবে দাবি করা হচ্ছে, মূলত প্রাকৃতিক দুর্যোগ, অসময়ের বৃষ্টি এবং ফসল উৎপাদনে অনুপযোগী বন্ধ্যা জমিই এর মূল কারণ। তবে কৃষকদের (Farmers) তরফে জানা যাচ্ছে, এ সবের চেয়ে আরও বড় কারণ হল ফসলের পর্যাপ্ত মূল্য না পাওয়া এবং কৃষি ক্ষেত্রে সরকারের ভুল নীতি। এর জেরেই দেনার দায়ে আত্মহত্যা করছেন কৃষকরা।

Advertisement

[আরও পড়ুন: ৬ বছরের বালিকাকে অপহরণ করে ধর্ষণ ও খুন! নারকীয় কাণ্ড তেলেঙ্গানায়]

এদিকে আরও জানা যাচ্ছে, যে রিপোর্ট সামনে এসেছে তা শুধুমাত্র মহারাষ্ট্রের পশ্চিম বিদর্ভ অঞ্চলের জেলাগুলির জানুয়ারি থেকে মে মাসের রিপোর্ট। গোটা মহারাষ্ট্র ধরলে সংখ্যাটা যে আরও ভয়ংকর তা বলার অপেক্ষা রাখে না। এখনও পর্যন্ত পূর্ব বিদর্ভ, মারাঠওয়াড়া-সহ গোটা মহারাষ্ট্রের রিপোর্ট আসতে বাকি রয়েছে। কৃষকদের আত্মহত্যা রুখতে সরকারের তরফে ইতিমধ্যেই চালু করা হয়েছে হেল্পলাইন, ও ইমেল আইডি। যা হল, ৯৯৯৯৬৬৬৫৫৫, ০২২-২৫৫২১১১১ ও [email protected]। তবে কৃষকদের মানসিক স্বাস্থ্যের উন্নতিতে হেল্পলাইন চালু হলেও কৃষকদের অভিযোগ সরকার মূল সমস্যাকে গুরুত্ব দিচ্ছে না।

[আরও পড়ুন: ‘পরীক্ষার আগেই পেয়েছিলাম আসল প্রশ্নপত্র’, NEET বিতর্কে বিস্ফোরক দাবি পরীক্ষার্থীর]

উল্লেখ্য, গত কয়েক বছরে লাগাতার কৃষক আন্দোলন দেখেছে দেশ। মহারাষ্ট্র তো বটেই পাঞ্জাব, হরিয়ানা, মধ্যপ্রদেশ-সহ একাধিক রাজ্যে কৃষক আন্দোলনের জেরে চাপের মুখে সরকার। হরিয়ানাতে এখনও চলছে কৃষক আন্দোলন। এরইমাঝে মহারাষ্ট্রের পশ্চিম বিদর্ভ অঞ্চলের চাঞ্চল্যকর এই রিপোর্ট সরকারের জন্য যথেষ্ট উদ্বেগের।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement