Advertisement
Advertisement
Maharashtra

পরকীয়া করছেন মা! ফোনে মেসেজ করতে দেখেই কুপিয়ে ‘খুন’ নাবালক ছেলের

দীর্ঘদিন ধরে ছেলের সন্দেহ ছিল, মা পরকীয়া করছেন।

Maharashtra: 17 year old boy killed mother for texting, suspected for having affair | Sangbad Pratidin

প্রতীকী ছবি।

Published by: Anwesha Adhikary
  • Posted:August 22, 2023 11:10 am
  • Updated:August 22, 2023 12:26 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মা পরকীয়া করছেন! দীর্ঘদিন ধরেই সন্দেহ করত ছেলে। হাতেনাতে ‘প্রমাণ’ও মিলে গেল, কারণ মা অন্য কাউকে মেসেজ করছিলেন। তারপরেই কুঠার দিয়ে মাকে খুন করল ১৭ বছরের পুত্র। মহারাষ্ট্রের (Maharashtra) পালঘর জেলার এই মর্মান্তিক ঘটনায় এখনও অভিযুক্তকে আটক করা যায়নি। আপাতত ঘটনার তদন্ত চালাচ্ছে পুলিশ।

জানা গিয়েছে, মৃতার নাম সোনালি গোগরা। পারোল এলাকার ভাসাইয়ের বাসিন্দা তিনি। পুলিশ সূত্রে খবর, রবিবার রাতেই কুঠার দিয়ে সোনালিকে বারবার কোপ দিয়েছে তাঁর নাবালক পুত্র। হাসপাতালে নিয়ে গেলে সোনালিকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। ঘটনার সময়ে সোনালির পরিবারের বাকি সদস্যরা কেউ বাড়িতে ছিলেন না।

Advertisement

[আরও পড়ুন: ‘ব্যর্থতা মানতে পারছি না’, লুনা-২৫ ভাঙার পরেই অসুস্থ হয়ে হাসপাতালে রুশ বিজ্ঞানী]

কেন হঠাৎ মা’কে খুন করতে গেল ১৭ বছরের পুত্র? প্রাথমিকভাবে জানা গিয়েছে, দীর্ঘদিন ধরেই ওই নাবালকের সন্দেহ ছিল তার মা পরকীয়ায় জড়িত। সেই নিয়ে একাধিকবার দু’জনের মধ্যেম প্রবল কথা কাটাকাটিও হয়েছে। এহেন পরিস্থিতিতে রবিবার রাতে খেতে বসেছিলেন সোনালি ও তাঁর পুত্র। সেই সময়েই ফোনে কাউকে টেক্সট করছিলেন সোনালি। সেই দেখেই রেগে গিয়ে কুঠার দিয়ে সোনালিকে কোপাতে থাকে তাঁর পুত্র।

ঘটনার সময়ে তাঁদের পরিবারের সদস্যরা কেউই বাড়িতে ছিলেন না। ফলে দীর্ঘ সময় পরে গুরুতর আহত অবস্থায় স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয় সোনালিকে। তবে চিকিৎসকরা জানান, পথেই মৃত্যু হয়েছে আহত সোনালির। আপাতত তাঁর দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। ১৭ বছর বয়সি ছেলের বিরুদ্ধে খুনের মামলা দায়ের হলেও এখনও তাকে আটক করতে পারেনি পুলিশ। 

[আরও পড়ুন: বুধবার চন্দ্রযান-৩-এর চাঁদে নামা নিয়ে অনিশ্চয়তা! কবে অবতরণ?]

 

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement