Advertisement
Advertisement
Maharashtra

মহারাষ্ট্রে ভয়াবহ পথ দুর্ঘটনা, গাড়ি উলটে মৃত অন্তত ১৫

আর বাড়তে পারে মৃতের সংখ্যা।

Maharashtra: 15 people died, two injured after a vehicle overturned near Kingaon village | Sangbad Pratidin
Published by: Monishankar Choudhury
  • Posted:February 15, 2021 8:55 am
  • Updated:February 15, 2021 12:10 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ফের ভয়াবহ পথ দুর্ঘটনার সাক্ষী হল মহারাষ্ট্র (Maharashtra)। রবিবার গভীর রাতে জলগাঁও জেলায় একটি যাত্রীবাহী গাড়ি উলটে প্রাণ হারিয়েছেন অন্তত ১৫জন। আহত হয়েছেন বেশ কয়েকজন।

[আরও পড়ুন: করোনা যুদ্ধে মেক্সিকোকে সাহায্য ভারতের, বন্ধুত্ব অটুট রেখে পাঠানো হল কোভিশিল্ড]

সংবাদ সংস্থা এএনআই সূত্রে খবর, গতকাল রাতে জলগাঁওয়ের ইয়াবল তালুকের কিনাগাঁওয়ে দুর্ঘটনাটি ঘটে। খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছে যায় পুলিশ ও স্থানীয়রা। আহতদের দ্রুত উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। মৃতদেহগুলিকে ময়নাতদন্তের জন্য পাঠিয়ে দেওয়া হয়েছে। জানা গিয়েছে, তীব্র গতিতে ছুটছিল যাত্রীবাহী গাড়িটি। তার উপর অত্যাধিক যাত্রী সওয়ার থাকার ফলে সেটির উপর নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন চালক। টাল সামলাতে না পেরে মুহূর্তে উলটে যায় বাহনটি। ভয়াবহ ওই দুর্ঘটনায় মৃত্যু হয় অন্তত ১৫ জনের। আহত হয়েছেন আরও বেশ কয়েকজন যাত্রী। আহতদের অনেকেরই আঘাত গুরুতর হওয়ায় মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলেই আশঙ্কা করা হচ্ছে। এই দুর্ঘটনায় শোকপ্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। 

উল্লেখ্য, সড়ক দুর্ঘটনার ক্ষেত্রে তালিকায় একেবারের উপরের দিকেই রয়েছে মহারাষ্ট্র। গত বছর, অর্থাৎ ২০২০ সালে ওই রাজ্যে পথ দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন ১১ হাজার ৪৫২ জন। ফলে রীতিমতো প্রশ্নের মুখে পড়েছে ওই রাজ্যের প্রশাসন। প্রশ্ন উঠছে ট্রাফিক নিয়ন্ত্রণ ও সড়কগুলিতে গতি নিয়ন্ত্রণ নিয়ে। এছাড়া, বাস ও অন্য যাত্রীবাহী যানগুলিতে অত্যাধিক যাত্রী তোলার প্রবণতাও দুর্ঘটনার অন্যতম কারণ বলেই মনে করছেন বিশ্লেষকরা।

[আরও পড়ুন: করোনা যুদ্ধে মেক্সিকোকে সাহায্য ভারতের, বন্ধুত্ব অটুট রেখে পাঠানো হল কোভিশিল্ড]

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement