ছবি: প্রতীকী
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ফের বয়লার বিস্ফোরণ। এবার কেঁপে উঠল মহারাষ্ট্রের পালঘর। তারাপুর ইন্ড্রাস্টিয়াল এলাকায় অবস্থিত নানদোলিয়া অরগানিক কেমিক্যালস নামে একটি রাসায়নিক কারখানায় বিস্ফোরণটি ঘটে। বিস্ফোরণের তীব্রতা এতটাই বেশি ছিল যে ৮–১০ কিলোমিটার দূর থেকেও তার আওয়াজ শোনা গিয়েছে। ঘটনায় এখনও পর্যন্ত ১ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এছাড়া তিনজন গুরুতর আহত হয়েছেন। মৃত বা আহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশংকা করা হচ্ছে। কারণ এখনও একজন নিখোঁজ। ইতিমধ্যে ঘটনাস্থলে পৌঁছেছে দমকল এবং স্থানীয় প্রশাসনের আধিকারিকরা।
জানা গিয়েছে, সোমবার রাতে আচমকাই বিস্ফোরণের শব্দ শুনতে পান স্থানীয় মানুষজন। বাইরে বেরিয়ে দেখতে পান, নিকটবর্তী রাসায়নিক কারখানায় আগুন লেগেছে। দাউ দাউ করে জ্বলছে সেটি। সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় দমকলে। শুরু হয় উদ্ধারকাজ। তবে ঠিক কী কারণে বিস্ফোরণ তা এখনও জানা যায়নি।এছাড়া এখনও একজন নিঁখোজ। এই দুর্ঘটনায় একজনের মৃত্যুর খবরের সত্যতা স্বীকার করেছেন পালঘরের কালেক্টর।
Maharashtra: Fire breaks out at Nandolia Organic Chemicals in Palghar. More details awaited. pic.twitter.com/Qurd40Nnc2
— ANI (@ANI) August 17, 2020
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.