Advertisement
Advertisement
BBC World Histories magazine

বিশ্বের সর্বকালের সেরা নেতা মহারাজা রঞ্জিত সিং, জানাল আন্তর্জাতিক সমীক্ষা

প্রথম ২০ জনের তালিকায় নাম রয়েছে সম্রাট আকবরেরও।

Maharaja Ranjit Singh voted greatest leader of all time
Published by: Soumya Mukherjee
  • Posted:March 6, 2020 5:07 pm
  • Updated:March 6, 2020 5:13 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিশ্বের সেরা হিরে কোহিনূর (Koh-i-Noor) ছিল তাঁর কাছে। কিন্তু, পরে তা ছিনিয়ে নিয়েছিল ইংরেজ শাসকরা। দিনবদলের খেলায় সেই ব্রিটেনেরই একটি সংবাদমাধ্যমের আয়োজিত জনমত সমীক্ষায় তাঁকে দেওয়া হল বিশ্বের সর্বকালের সেরা নেতার শিরোপা। ১৯ শতকের ওই বিখ্যাত ভারতীয় শাসকের নাম রঞ্জিত সিং। বিষয়টি প্রকাশ্যে আসার পরে উচ্ছ্বসিত হয়ে পড়েছেন ভারতীয় নেটিজেনরা।

সম্প্রতি বিশ্বের সেরা নেতা বাছতে একটি সমীক্ষার আয়োজন করা হয়েছিল বিবিসি ওয়ার্ল্ড হিস্ট্রি ম্যাগাজিনের তরফে। প্রায় পাঁচ হাজার মানুষ নিজেদের মতামত জানিয়েছেন এই বিষয়ে। তাতে দেখা গিয়েছে ৩৮ শতাংশ মানুষ এই শিখ শাসককে বিশ্বের ইতিহাসের সেরা নেতা হিসেবে অভিহিত করেছেন। তাঁদের কথায়, পাঞ্জাবকেশরী রঞ্জিত সিংয়ের মতো শাসকের সময় মানুষের মধ্যে কোনও বিভাজন সৃষ্টির চেষ্টা হত না। একজন যোগ্য পিতা বা রাজার মতো প্রজাদের দেখতেন তিনি। আজকের এই অস্থির সময়ে তাই তাঁর মতো শাসকের খুবই প্রয়োজন ছিল।

Advertisement

[আরও পড়ুন: ‘অশান্তি করতে এলে উপযুক্ত শিক্ষা দেব’, হিংসার মধ্যেও ঐক্যর সুর দিল্লির এই গ্রামে ]

 

রঞ্জিত সিংয়ের পরেই ২৫ শতাংশ ভোট পেয়ে দ্বিতীয় স্থান অধিকার করেছেন আফ্রিকার বিখ্যাত স্বাধীনতা সংগ্রামী আমিলকার কাব্রাল(Amilcar Cabral)। তারপরেই মাত্র সাত শতাংশ ভোট পেয়ে তৃতীয় স্থান দখল করেছেন ব্রিটেনের প্রাক্তন প্রধানমন্ত্রী উইনস্টন চার্চিল। চতুর্থ স্থানে জায়গা পেয়েছেন প্রাক্তন মার্কিন রাষ্ট্রপতি আব্রাহাম লিঙ্কন। এরপরই পঞ্চম স্থানে রয়েছেন বিট্রেনের রানি এলিজাবেথ। তবে প্রথম ২০ জনের তালিকায় ভারতীয়দের মধ্যে রঞ্জিত সিং ছাড়া একমাত্র নাম রয়েছে মোঘল সম্রাট আকবরের।

[আরও পড়ুন: অযোধ্যা মামলার রায় সংশোধনের আরজি জানিয়ে সু্প্রিম কোর্টের দ্বারস্থ পপুলার ফ্রন্ট]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement