গৌতম ব্রহ্ম: ‘মৃত্যুকুম্ভ’ নিয়ে বিতর্কের মাঝেই এবার মহাকুম্ভের সাফল্য ব্যাখ্যা উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের। শুক্রবার বিধানসভা অধিবেশনে মুখ্যমন্ত্রী জানালেন, শুধু ধর্মীয় উৎসব নয়, বাণিজ্যের নিরিখেও মহাকুম্ভের সাফল্য অনস্বীকার্য। এক মাসেরও বেশি সময় ধরে চলতে থাকা এই উৎসব রাজ্যের অর্থনীতিতে যুক্ত করেছে ৩ লক্ষ কোটি টাকা।
উত্তরপ্রদেশের বাজেট অধিবেশনে খোদ মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ এই তথ্য প্রকাশের আগেই অবশ্য এই রিপোর্ট প্রকাশ্যে এনেছে কনফেডারেশন্স অফ অল ইন্ডিয়া ট্রেডার্স (সিএআইটি)। তাদের দাবি অনুযায়ী, হিন্দু ধর্মের বিরাট এই উৎসব সংগঠিত করতে রাজ্য সরকারের খরচ হয়েছে ১৫০০ কোটি টাকা। তার পরিবর্তে রাজ্যের ভাণ্ডারে এসেছে ৩ লক্ষ কোটি টাকা। সিএআইটির মতে, মহাকুম্ভের জন্যে শুধু প্রয়াগরাজ নয়, বারাণসী, অযোধ্যা-সহ প্রায় ১৫০ কিমি পরিধি জুড়ে ব্যবসা বেড়েছে। ভারতবর্ষে একটি সিঙ্গল ইভেন্ট ঘুরে এত বিপুল ব্যবসা নজিরবিহীন।
এই রিপোর্ট প্রকাশ্যে আসার পর শুক্রবার উত্তরপ্রদেশের বাজেট অধিবেশনেও এই তথ্য তুলে ধরেন যোগী। তিনি বলেন, ”গত ১০ বছরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে ২৫ কোটি মানুষ দারিদ্রসীমার বাইরে এসেছে। শেষ ৮ বছরে রাজ্যের ৬ কোটি মানুষকে আমরা দারিদ্রসীমার বাইরে এনেছি। রাজ্যের সমস্ত সেক্টরকে উন্নত করা হয়েছে। নারীক্ষমতায়নেও পিছিয়ে নেই আমরা। ২০ শতাংশ মহিলাকে রাজ্য পুলিশে নিয়োগ করা হয়েছে। আজ দেশ তথা বিশ্ব দেখছে উত্তরপ্রদেশ কতটা সম্ভাবনাময় রাজ্য। সফলভাবে মহাকুম্ভ আয়োজন করেছি আমরা। উত্তরপ্রদেশের অর্থনীতিতে ৩ লক্ষ কোটি টাকা যুক্ত করেছে শুধু মহাকুম্ভ।”
উত্তরপ্রদেশ সরকার অবশ্য এই লক্ষীলাভের অঙ্ক আগেই করে রেখেছিল। ভাবা হয়েছিল, ৪০ কোটি মানুষের আগমন ঘটবে কুম্ভে, আর ব্যবসা হবে ২ লক্ষ কোটি টাকার। কিন্তু পদপিষ্টর ঘটনা সত্ত্বেও ভিড়ের সব রেকর্ড ভেঙে দিয়েছে ১৪৪ বছরের মিথ জড়ানো কুম্ভ। পুণ্যার্থীর সংখ্যা ইতিমধ্যেই ৬০ কোটি ছুঁই ছুঁই। সেই সঙ্গে পাল্লা দিয়ে বেড়েছে রোজগারও।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.