Advertisement
Advertisement

Breaking News

Mahadev app

ছত্তিশগড়ের ভোট মিটতেই বয়ান বদল ‘সাক্ষী’র! মহাদেব অ্যাপ কাণ্ডে বিরাট ‘স্বস্তি’ বাঘেলের

বাঘেল কোনও টাকা নেননি, জেল থেকে ইডি কর্তাকে চিঠি প্রধান সাক্ষীর।

Mahadev app 'courier' who named Bhupesh Baghel backtracks, says was framed | Sangbad Pratidin
Published by: Subhajit Mandal
  • Posted:November 25, 2023 2:28 pm
  • Updated:November 25, 2023 2:28 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভোটের দিন কয়েক আগে প্রকাশ্যে এসেছিল চাঞ্চল্যকর অভিযোগ। খোদ এনফোর্সমেন্ট ডিরেক্টরেট অভিযোগ করেছিল, মহাদেব বেটিং অ্যাপ কাণ্ডে জড়িত ছত্তিশগড়ের বিদায়ী মুখ্যমন্ত্রী ভুপেশ বাঘেল (Bhupesh Baghel)। ভোট মিটতেই সেই অভিযোগের সারবত্তা নিয়ে প্রশ্ন উঠে গেল। যে সাক্ষীর বয়ানের উপর ভিত্তি করে ইডি বাঘেলের বিরুদ্ধে অভিযোগ করেছিল, তিনিই এবার উলটো কথা বলছেন।

আসলে মহাদেব অ্যাপ (Mahadev App) কাণ্ডে কিছুদিন আগেই অসীম দাস নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে ইডি। কেন্দ্রীয় এজেন্সির দাবি, এই অসীম দাসই বাঘেল-সহ কংগ্রেসের অন্যান্য নেতাদের কাছে টাকা পৌঁছে দিতেন। অসীম দাসের লিখিতও বয়ানও ছিল ইডির কাছে। ভোট মেটার পর সেই অসীম দাসই ভোলবদলে বলছেন, তাঁকে ফাঁসানো হয়েছিল, তিনি কাউকে কোনও টাকা পৌঁছে দেননি।

Advertisement

[আরও পড়ুন: বৈঠকে ভারত-বাংলাদেশের বিদেশ সচিব, উত্তর-পূর্বে সন্ত্রাসের মেঘ দেখছে দিল্লি?]

জেল থেকেই ইডির (ED) ডিরেক্টরকে চিঠি লিখেছেন অসীম দাস। তিনি বলছেন, ভুপেশ বাঘেলকে টাকা পৌঁছে দিয়েছেন, এই ধরনের কোনও অভিযোগ তিনি করেননি। তাঁকে ফাঁসানো হয়েছে। ইংরেজি ভাষায় লেখা একটি জবানবন্দিতে জোর করে সই করিয়ে নেওয়া হয়েছে। অসীমের দাবি, ইংরাজি ভাষাটা ভালো না জানায়, ওই জবানবন্দিতে কী লেখা হয়েছিল, সেটা তিনি প্রথমে বুঝতে পারেননি। অসীম দাসের দাবি, মহাদেব অ্যাপের শীর্ষ কর্তা শুভম সোনি তাঁর বন্ধু। সেই তাঁকে বলেছিল ছত্তিশগড়ে ব্যবসা করার জন্য টাকা পাঠাবে। তার পর তিনি ফোন পেয়ে একটি নির্দিষ্ট জায়গায় নিজের গাড়িটি রেখে দেন। সেখানেই অন্য কেউ এসে টাকা দিয়ে যায়। সেই টাকা নিয়ে হোটেলে যেতেই তিনি দেখেন ইডি কর্তারা তাঁর ঘরে হাজির। তখনই তিনি বুঝতে পারেন, তাঁকে ফাঁসানো হচ্ছে।

[আরও পড়ুন: শেষ পর্যায়ে হঠাৎ বিপত্তি! উত্তরকাশীতে ফের থমকে গেল উদ্ধারকাজ, উদ্বিগ্ন মুখ্যমন্ত্রী]

কংগ্রেস (Congress) বলছে, অসীম দাসের এই বিস্ফোরক স্বীকারোক্তি প্রকাশ্যে আসায় এটা স্পষ্ট যে ভোটের আগে ভুপেশ বাঘেলকে ফাঁসানোর চেষ্টা করেছিল ইডি। সবটাই করা হয়েছিল কংগ্রেসকে ফাঁসানোর জন্য যাতে ভোটে এর প্রভাব পড়ে। ভোট মেটার সেটা স্পষ্ট হয়ে গেল।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement