Advertisement
Advertisement

Breaking News

Yogi Adityanath

‘মাফিয়া, দাঙ্গাবাজরা আগে রাজত্ব করত, আজ প্রাণভিক্ষা চাইছে’, ফের হুঙ্কার যোগীর

'নো কারফিউ, নো দাঙ্গা, ইউপিতে সব চাঙ্গা', নতুন স্লোগান যোগীর।

'Mafias now begging for life', Yogi Adityanath after death threat | Sangbad Pratidin
Published by: Subhajit Mandal
  • Posted:April 25, 2023 7:02 pm
  • Updated:September 12, 2023 6:35 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ‘কোনও দাঙ্গা নয়, কোনও কারফিউ নয়। উত্তরপ্রদেশে এখন সব চাঙ্গা।’ গ্যাংস্টার আতিক এবং ফয়জলের মৃত্যু নিয়ে উত্তরপ্রদেশজুড়ে বিতর্কের মধ্যেই দাবি করলেন সেরাজ্যের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ (Yogi Adityanath)। তিনি বলছেন, “উত্তরপ্রদেশে আজ মাফিয়া বা ডনদের আর কোনও জায়গা নেই।”

দুর্নীতি, আর অপরাধের স্বর্গরাজ্য নয়, উত্তরপ্রদেশে রামরাজ্য প্রতিষ্ঠা করাই তাঁর লক্ষ্য। ২০১৭ সালে প্রথমবার শপথ গ্রহণ করার পর ঘোষণা করেছিলেন উত্তপ্ররদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। সাড়ে ৬ বছর পর সেই লক্ষ্য তিনি পূরণ করে ফেলেছেন বলে কার্যত দাবি করে ফেললেন যোগী। তাঁর দাবি, ২০১৭ সালের আগে যে উত্তরপ্রদেশ মাফিয়াদের স্বর্গরাজ্য ছিল, সেখানেই আজ মা-বোনেরা সবচেয়ে নিরাপদ।

Advertisement

[আরও পড়ুন: পঞ্চায়েত ভোটের আগে নির্লিপ্ত মনোভাব সংঘ পরিবারের, বেকায়দায় বঙ্গ বিজেপি]

উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রীর বক্তব্য,”২০১৭ সালের পর থেকে উত্তরপ্রদেশে গভীর রাত পর্যন্ত বাজারঘাট খোলা। মহিলারা নির্ভয়ে রাতে বাড়ির বাইরে বেরোতে পারেন। আজ মাফিয়া, ডন আর পেশাদারি অপরাধীরা প্রাণভিক্ষা চাইছে।” যোগীর দাবি, আজকের উত্তরপ্রদেশে মফিয়া, ডনদের কোনও জায়গা নেই। আবার দুর্নীতি বা দুর্নীতিগ্রস্তদেরও কোনও জায়গা নেই।

[আরও পড়ুন: মোবাইল মুখের কাছে আনতেই ভয়াবহ বিস্ফোরণ, কেরলে মৃত্যু ৮ বছরের শিশুকন্যার]

মজার কথা, যোগী এমন একটা দিন দাঁড়িয়ে এই দাবি করলেন, যেদিন খোদ তাঁকেই প্রাণে মেরে দেওয়ার হুমকি দেওয়া হয়েছে। মঙ্গলবার সকালে এমারজেন্সি নম্বরে ফোন করে মুখ্যমন্ত্রী খুনের হুমকি (Death threat) দেওয়া হয়। শুধু তাই নয়, উত্তরপ্রদেশ পুলিশের সোশ্যাল মিডিয়া (Social Media) পেজেও এই সংক্রান্ত পোস্ট করা হয়েছে। যদিও পরে জানা গিয়েছে, ওই ঘটনাটি নেহাতই এক যুবকের ‘ছেলেমানুষী’। নেহাতই প্রেমিকার বাবাকে মিথ্যা মামলায় ফাঁসানোর জন্য তাঁর ফোন থেকে মুখ্যমন্ত্রীকে হুমকি দিয়ে ওই বার্তা পাঠিয়ে দেন ১৮ বছর বয়সী ওই যুবক। জানা গিয়েছে ওই যুবকের নাম আমিন। আর তাঁর প্রেমিকার বাবার নাম সাজ্জাদ হোসেন। আমিনকে আটক করেছে পুলিশ।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement