Advertisement
Advertisement

Breaking News

Mukhtar Ansari

জেলের মধ্যে ‘স্লো পয়জন’ করে খুনের চেষ্টা! হাসপাতালে যোগীরাজ্যের গ্যাংস্টার-রাজনীতিবিদ মুখতার আনসারি

'জেলের মধ্যেই হত্যার ষড়যন্ত্র চলছে', আদালতে দাবি করেছিলেন মুখতারের আইনজীবী।

Mafia politician Mukhtar Ansari admitted to hospital in UP

ফাইল ছবি

Published by: Amit Kumar Das
  • Posted:March 26, 2024 4:50 pm
  • Updated:March 26, 2024 4:51 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: জেলের মধ্যে হঠাৎ গুরুতর অসুস্থ উত্তরপ্রদেশের (Uttar Pradesh) গ্যাংস্টার-রাজনীতিবিদ মুখতার আনসারি (Mukhtar Ansari)। মধ্যরাতে তাঁকে ভর্তি করা হয়েছে বান্দা হাসপাতালে। আইসিইউয়ে রয়েছেন তিনি। সম্প্রতি আনসারি দাবি করেছিলেন উত্তরপ্রদেশে জেলের মধ্যেই তাঁকে ‘স্লো পয়জন’-এর মাধ্যমে হত্যার ষড়যন্ত্র চলছে। এর পরই আনসারির হঠাৎ অসুস্থতায় রীতিমতো শোরগোল শুরু হয়েছে যোগীরাজ্যে।

তাঁর পরিবারের অভিযোগ, মুখতারের শারীরিক অবস্থা সম্পর্কে কোনও তথ্য প্রকাশ্যে আনছে না জেলা প্রশাসন। এই ঘটনায় উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী কার্যালয়ে ফোন করে দাদার শারীরিক অবস্থা চানতে চেয়েছেন মুখতারের ভাই আফজল আনসারি (Afzal Ansari)।

Advertisement

সংবাদমাধ্যমকে গাজিপুরের সাংসদ আফজল জানিয়েছেন, ”মহম্মদাবাদ থানা থেকে আমাদের একটি মেসেজ করে বলা হয় মুখতার অসুস্থ। তাঁকে বান্দা মেডিক্যাল কলেজে ভর্তি করা হয়েছে। পরিবারের সদস্যদের হাসপাতালে আসার জন্য জানানো হয়।” সেই সঙ্গেই তিনি অভিযোগ করেন, মুখতারকে তাঁর উকিলের সঙ্গেও দেখা করতে দেওয়া হচ্ছে না। হাসপাতালে যাওয়ার পরেই গোটা বিষয়টি জানা যাবে।

দাদার শারীরিক অবস্থার খোঁজ নিতে যাওয়ার আগে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রীর দপ্তরেও ফোন করেন আফজল। যদিও মুখ্যমন্ত্রীর সঙ্গে তাঁর কথা হয়নি। সাংসদের দাবি, “যদি বান্দা হাসপাতালে পর্যাপ্ত চিকিৎসার ব্যবস্থা না থাকে সেক্ষেত্রে অন্য কোনও ভালো হাসপাতালে দাদার চিকিৎসার ব্যবস্থা করা হোক। সরকার যদি চিকিৎসার খরচ দিতে না চায় সেক্ষেত্রে আমরা সব খরচ বহন করব।”

[আরও পড়ুন: জলের পর এবার স্বাস্থ্য দপ্তরকে নির্দেশ কেজরির, জেল থেকেই চলছে দিল্লির সরকার!]

এদিকে হাসপাতাল সূত্রে জানা যাচ্ছে, মুখতার আনসারির মূত্রনালীতে সংক্রমণ সমস্যা গুরুতর আকার নিয়েছে। পরিস্থিতি এতটাই খারাপ যে অস্ত্রোপচার করতে হতে পারে। বর্তমানে আইসিইউতে ভর্তি করা হয়েছে তাঁকে। পাশাপাশি এই ঘটনায় অন্য তত্ত্বও উঠে আসছে। গত ২১ মার্চ মুখতারের উকিল বারাবাকি আদালতে একটি মামলা দায়ের করেন যেখানে অভিযোগ তোলা হয়, তাঁর মক্কেলকে জেলের মধ্যে ‘স্লো পয়জন’ করে হত্যার চেষ্টা হচ্ছে। যার ফলে ধীরে ধীরে অসুস্থ হতে পড়ছেন তিনি।

[আরও পড়ুন: ‘আপনার জন্য দরজা খোলা’, বিজেপিতে ‘ব্রাত্য’ বরুণকে আহ্বান কংগ্রেসের]

উত্তরপ্রদেশ রাজনীতির চির বিতর্কিত মুখ গ্যাংস্টার মুখতার আনসারি। উত্তরপ্রদেশের মউ সদর বিধানসভা কেন্দ্রের পাঁচ বারের বিধায়ক তিনি। ২০০৫ সালের নভেম্বর মাসে গাজিপুরের বিধায়ক কৃষ্ণানন্দ রাই-সহ ৭ জনকে খুনের অভিযোগ ওঠে মুখতারের বিরুদ্ধে। সেই মামলায় গত বছর ১০ বছরের কারাবাস হয়েছে তাঁর। এরপর সম্প্রতি অস্ত্রের ভুয়ো শংসাপত্র মামলায় এই মাফিয়া রাজনীতিকের যাবজ্জীবন কারাদণ্ডের সাজা ঘোষণা করেছে আদালত।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement