Advertisement
Advertisement
Madrasa Education

প্রকৃত শিক্ষার জন্য অনুপযুক্ত মাদ্রাসা, সুপ্রিম কোর্টকে জানাল জাতীয় শিশু সুরক্ষা কমিশন

মাদ্রাসার মতো প্রতিষ্ঠান শিশু শিক্ষা অধিকারের বিরোধী, শীর্ষ আদালতকে জানাল NCPCR।

Madrasa is an unfit place to receive proper education Says NCPCR

ফাইল ছবি।

Published by: Kishore Ghosh
  • Posted:September 11, 2024 7:41 pm
  • Updated:September 11, 2024 7:47 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মাদ্রাসা প্রকৃত শিক্ষার জন্য অনুপযুক্ত। ‘তালিবান জঙ্গিরা’ উত্তরপ্রদেশের দেওবন্দের দারুল উলুম মাদ্রাসার ধর্মীয় ও রাজনৈতিক মতাদর্শে প্রভাবিত। সুপ্রিম কোর্টে একথা জানাল জাতীয় শিশু সুরক্ষা কমিশন। তাদের বক্তব্য, মাদ্রাসার মতো প্রতিষ্ঠান শিশু শিক্ষা অধিকারের বিরোধীও বটে। হঠাৎ এমন কথা বলল কেন NCPCR?

কদিন আগেই একটি রায়ে এলাহাবাদ হাই কোর্ট জানায়, মাদ্রাসা শিক্ষা আইন, ২০০৪ ‘অসাংবিধানিক’। কারণ তা ‘ধর্মনিরপেক্ষতার নীতি’কে লঙ্ঘন করে। সংবিধানের ১৪ নং অনুচ্ছেদের অধীনে মৌলিক অধিকার বিরোধীও। হাই কোর্টের এই রায়ের বিরুদ্ধে শীর্ষ আদালতে একাধিক মামলা জমা পড়ে। যার পর গত ৫ এপ্রিল প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়ের নেতৃত্বাধীন বেঞ্চে এলাহাবাদ হাই কোর্টের রায়ে স্থগিতাদেশ দেয়। ওই মামলা সূত্রেই জাতীয় শিশু সুরক্ষা কমিশন মাদ্রাসা সম্পর্কে নিজেদের লিখিত বক্তব্য জমা দিয়েছে শীর্ষ আদালতে।

Advertisement

 

[আরও পড়ুন: কাশ্মীর ইস্যুতে পাকিস্তানের সমর্থক, ‘ভারত বিরোধী’ সেই মার্কিন আইনপ্রণেতার সঙ্গে সাক্ষাৎ রাহুলের]

কমিশনের বক্তব্য, একটি মাদ্রাসা ‘সঠিক’ শিক্ষা গ্রহণের জন্য একটি ‘অনুপযুক্ত/অযোগ্য স্থান’। আরও বলা হয়েছে, মাদ্রাসা শিক্ষার পক্ষে সন্তোষজনক জায়গা নয় তো বটেই, এমনকী সেখানে শিক্ষার অধিকার আইন, ২০০৯-এর ধারা ২৯ এর অধীনে নির্ধারিত পাঠ্যক্রম এবং মূল্যায়ন পদ্ধতিও অনুপস্থিত। এই প্রতিষ্ঠান সাংবিধানিক আদেশের সামগ্রিক লঙ্ঘন…এবং জুভেনাইল জাস্টিস অ্যাক্ট, ২০১৫-এর লঙ্ঘন করছে। কমিশনের দাবি, আদতে সংখ্যালঘু পড়ুয়াদের প্রকৃত শিক্ষার অধিকার থেকে বঞ্চিত করছে এই শিক্ষা প্রতিষ্ঠানগুলি।

 

[আরও পড়ুন: নির্বাচনের আগে বিপাকে ফারুক আবদুল্লা! দুর্নীতি মামলায় নয়া অভিযোগে আদালতে ইডি]

এছাড়াও মৌলিক অধিকার–কোনও শিশুর ধর্ম, জাতি, বর্ণ, লিঙ্গ বা জন্মস্থানের ভিত্তিতে বৈষম্য না করা [অনুচ্ছেদ ১৫(১)], শিশুদের সুস্থভাবে এবং স্বাধীনতা ও মর্যাদার সঙ্গে বিকাশের সুযোগ দেওয়া হয়, তাদের শোষণ থেকে দূরে রাখা গুরুত্বপূর্ণ। NCPCR-এর দাবি, এমন একাধিক শর্ত পূরণ হয় না মাদ্রাসায় 

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement