Advertisement
Advertisement

Breaking News

Corona Virus

বিহার, ছত্তিশগড়ের পর NEET-JEE পরীক্ষার্থীদের নিখরচায় কেন্দ্রে পৌঁছনোর দায়িত্ব নিল মধ্যপ্রদেশ সরকার

জেলাগুলির কাছে এই ব্যবস্থা করার নির্দেশিকা পাঠিয়েছেন মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান।

Madhya Prdeash govt. arranges free transport to the students of NEET, JEE

ছবি: প্রতীকী

Published by: Paramita Paul
  • Posted:August 30, 2020 8:23 am
  • Updated:August 31, 2020 8:20 am  

বেলাগাম করোনা সংক্রমণ।  তার মধ্যে ১ সেপ্টেম্বর থেকে আনলক ফোর ঘোষণা  করেছে কেন্দ্র। এর মধ্যে ভারতে আক্রান্ত  বেড়ে দাঁড়িয়েছে ৩৫ লক্ষ ৪২ হাজার ৭৩৪ জন। মৃত্যু হয়েছে ৬৩ হাজার ৪৯৮ জনের। রাজ্যে সংক্রমিত ১,৫৯,৭৮৫ জন। আর মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩ হাজার ১৭৬ জন। জেনে নিন করোনা সম্পর্কিত সমস্ত আপডেট:

রাত ১০.৩৯: ঝাড়খণ্ডের কোভিড পরিস্থিতি বাড়াচ্ছে উদ্বেগ। গত ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্ত ১৩২৩, মৃত্যু হয়েছে ১০জনের।

Advertisement

রাত ১০.২০: উত্তরাখণ্ডে নতুন করে করোনায় আক্রান্ত ৬৬৪ জন। এ নিয়ে মোট কোভিড পজিটিভ ১৯২৩৫। মৃত্যু হয়েছে ২৫৭ জনের। জানা যাচ্ছে রাজ্য স্বাস্থ্যদপ্তরের নয়া পরিসংখ্যানে।

রাত ১০.০৩: বিহার, ছত্তিশগড়ের পর এবার মধ্যপ্রদেশ সরকার। NEET,JEE পরীক্ষার্থীদের বিনা খরচে পরীক্ষাকেন্দ্রে পৌঁছে দেওয়ার ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান।

Madhya Pradesh government to transport candidates appearing in NEET and JEE exams, from block/district headquarters to their exam centres for free, says CM Shivraj Singh Chouhan. pic.twitter.com/KnuBwnxOtd

 

রাত ৯.৫৮: উত্তরপ্রদেশের বরেলিতে হাসপাতালের কোভিড ওয়ার্ড থেকে পালিয়ে সেতু থেকে নদীতে ঝাঁপ দিয়ে আত্মহত্যা সমাজবাদী পার্টির নেতা রমন জোহরির।

রাত ৯.৫০: প্লাজমা থেরাপিতেই মুশকিল আসান। ওড়িশায় এই পদ্ধতিতে চিকিৎসা করিয়ে ১০৪ জন করোনামুক্ত হয়ে বাড়ি ফিরলেন। জানিয়েছেন রাজ্য স্বাস্থ্যদপ্তর।

104 COVID-19 patients were discharged after treatment through Plasma Therapy in Odisha today, says State Health and Family Welfare Department pic.twitter.com/mJnlZMGtxk

রাত ৯.১৫: করোনা চিকিৎসায় সাহায্যের হাত।  হায়দরাবাদের এক মসজিদের একাংশে চালু হল স্বাস্থ্যকেন্দ্র। কোভিড আক্রান্ত মহিলা ও শিশুদের বিনামূল্যে চিকিৎসা হবে এখানে। 

রাত ৮.৫০: মহারাষ্ট্রে গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত ১৬৪০৮জন, মৃত্যু হয়েছে ২৯৬ জনের।

রাত ৮.১৫: পশ্চিমবঙ্গের করোনা পরিস্থিতির সামান্য উন্নতি। গত ২৪ ঘণ্টায় আক্রান্ত ৩০১৯, মৃত্যু হয়েছে ৫০জনের।

সন্ধে ৭.৫৭: করোনা আবহে জনসুমারি, NPR’এর কাজ প্রয়োজনীয় নয়। পর্যবেক্ষণ জানিয়ে কাজ পিছিয়ে দিল কেন্দ্র। পয়লা সেপ্টেম্বর থেকে কাজ শুরু হওয়ার কথা ছিল।

সন্ধে ৭.৩৮: বনগাঁ-ধর্মতলা রুটে চালু এসি বাস। তাতে প্রবীণ নাগরিক, ডায়ালিসিস রোগী ও ক্যানসার আক্রান্তদের জন্য ভাড়ায় ৫০ শতাংশ ছাড় থাকবে।

সন্ধে ৭.২৯: ফের করোনার থাবা বালুরঘাট কেন্দ্রীয় সংশোধনাগারে। আক্রান্ত হলেন খোদ জেলার কারা আধিকারিক।

সন্ধে ৭.১০: তামিলনাড়ুতে আগামী ৩০ সেপ্টেম্বর পর্যন্ত লকডাউন ঘোষণা মুখ্যমন্ত্রী ই পালানিস্বামীর। তবে সম্পূর্ণ লকডাউন নেই কোথাও।

সন্ধে ৭:আনলক – ৪’এ সিনেমা হল খুলে দিতে কেন্দ্রকে আরজি নিয়ে টুইট অভিনেতা-সাংসদ দেবের।

সন্ধে ৬.৪৯: গত সপ্তাহের তুলনায় চলতি সপ্তাহে করোনা সংক্রমণের হারে কিছুটা হলেও স্বস্তি পশ্চিম মেদিনীপুরে। গত ২৪ ঘন্টায় প্রায় ১১৬০ টি নমুনা পরীক্ষার রিপোর্টের মধ্যে ৪৪ টি পজিটিভ। 

সন্ধে ৬.১৪: ফের প্লাজমা দান ইস্ট-ওয়েস্ট মেট্রোর সুড়ঙ্গ নির্মাণের সঙ্গে যুক্ত দুই কর্মীর। এর আগেও দুজন প্লাজমা দান করেছেন। মেট্রো নির্মাণকারী সংস্থার একাধিক কর্মী ইতিমধ্যেই করোনা আক্রান্ত। অনেকে সুস্থ হয়ে উঠেছেন। যাঁরা সুস্থ হয়েছেন, তাঁদের অনেকেই প্লাজমা দান করতে ইচ্ছুক। 

বিকেল ৫.৫৬: রাজস্থানের ক্যাবিনেট মন্ত্রী প্রতাপ খেচরিওয়াস করোনা আক্রান্ত। নিজেই টুইট করে সেই কথা জানালেন মন্ত্রী।

বিকেল ৫.১২: ওনমের আগেও ফাঁকা কেরলের বাজার ফাঁকা।

বিকেল ৫.০০: ওড়িশার পর এবার ছত্তিশগড়। NEET ও JEE পরীক্ষার্থীদের জন্য বিনামূল্যে পরিবহণের ব্যবস্থা করা হচ্ছে। পরীক্ষার অ্যাডমিট কার্ড থাকলেই সেইসব বাসে ভ্রমণ করা যাবে। 

বিকেল ৪,২৬: কর্ণাটকের বিজেপি সভাপতি করোনা আক্রান্ত। 

দুপুর ৩.৪১: দিল্লির মেট্রোয় সামাজিক দূরত্ববিধি বাধ্যতামূলক করা হবে। জানালেন দিল্লির পরিবহণ মন্ত্রী। 

দুপুর ৩: দেশে করোনামুক্ত রোগীর সংখ্যা ২৭ লক্ষ ছাড়াল, শতকরা হিসেবে যা ৭৬.৬১%। নতুন পরিসংখ্যান প্রকাশ স্বাস্থ্যমন্ত্রকের।

দুপুর ২.২৮: বার্লিনে করোনা-বিরোধী মিছিলে জমায়েত। অন্তত তিনশো জনকে গ্রেপ্তার করল পুলিশ। নিউ নর্মালে প্রশাসনের বেঁধে দেওয়া নিয়মকানুনের বিরোধিতায় প্রতিবাদ। ইউরোপের বিভিন্ন দেশে বিক্ষিপ্তভাবে চলছে বিক্ষোভ। 

দুপুর ২.০০: সোম ও মঙ্গলবার বাজার বন্ধ রাখার সিদ্ধান্ত প্রত্যাহার করল হরিয়ানা সরকার। 

দুপুর ১.৪৫: হিমাচলে মোট করোনা আক্রান্তের সংখ্যা সাড়ে পাঁচ হাজার ছাড়াল। 

দুপুর ১.৩০: সপ্তাহান্তে মহরম। উৎসবের মাঝে উত্তরপ্রদেশে লকডাউন সফল করতে একাধিক এলাকায় পুলিশের রুটমার্চ।

দুপুর ১.১০: মালদহ মেডিক্যাল কলেজের সামনে পড়ে ব্যবহৃত পিপিই কিট, সংক্রমণ ছড়ানোর প্রবল আশঙ্কা।

দুপুর ১২.৫৮: মহামারী পরিস্থিতিতে ব্যাংক ঋণ নিয়ে বৈঠকে বসছেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ।

দুপুর ১২.২১: একদিনে মহারাষ্ট্রে করোনা আক্রান্ত আরও ১৬১ জন পুলিশ কর্মী। সে রাজ্যে মোট সংক্রমিত পুলিশ কর্মীর সংখ্যা প্রায় ১৫ হাজার। 

দুপুর ১২.১০: স্থিতিশীল প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়। তবে এখনও গভীর কোমায় রয়েছেন তিনি। 

বেলা ১১.৫৩: সামাদিক দূরত্ব বিধি মেনে চলার আবেদন জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। মন কি বাত অনুষ্ঠান থেকে দেশবাসীকে মাস্ক পরার ও আবেদন জানান তিনি। 

বেলা ১১.৪৮: আনলকের চতুর্থ পর্বে মেট্রো পরিষেবা চালুর অনুমতি দিয়েছে কেন্দ্র। সেই মতো মেট্রো পরিষেবা চালু করতে নয়া নির্দেশিকা জারি করল দিল্লি সরকার।

 

বেলা ১১.০৫: রাজস্থানে একদিনে করোনা আক্রান্ত ৬০০ জন। 

বেলা ১১.০২: ওড়িশায় একদিনে করোনা আক্রান্ত তিন হাজারের বেশি।

বেলা ১১.০০: আনলকের চতুর্থ পর্ব শুরুর আগে ‘প্রধানমন্ত্রীর মন কি বাত’। ওনামের শুভেচ্ছা জানালেন দেশবাসীকে। 

সকাল ১০.২৫: তামিলনাড়ুর রামেশ্বরমে চলছে লকডাউন। 

সকাল ১০.১৪: অসমের এক মন্ত্রী ও তিন বিজেপি বিধায়ক করোনা আক্রান্ত।

সকাল ১০.০৫: খ্যাতনামা কষ্ঠশিল্পী লতা মঙ্গেশকরের বিল্ডিং সিল করল বিএসপি। তবে সুস্থই রয়েছেন বর্ষীয়ান শিল্পী। সূত্রের খবর, পেডা রোডের প্রভুকুঞ্জ বিল্ডিংয়ে ১১ জন আক্রান্তের খোঁজ পাওয়া গিয়েছে। এরপরই সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে বিল্ডিংটি সিল কর হল। 

সকাল ১০.০০: লখনউতেও চলছে উইকএন্ড লকডাউন। 

সকাল ৯.৫০: ভারতে একদিনে করোনা আক্রান্ত ৭৮ হাজার ৭৬১ জন। মৃত ৯৪৮ জন। 

সকাল ৯.৩৭: রবিবারের তামিলনাড়ুতে পালিত হচ্ছে লকডাউন। রাস্তা শুনশান। ৩১ আগস্ট পর্যন্ত প্রতি রবিবার লকডাউন পালন করা হবে। 

সকাল ৯.৩০: কেরলে ব্যাপক ক্ষতির মুখে ফুল বিক্রেতারা। তাঁদের কথায়, অন্যান্যবারের তুলনায় এবার ওনমে অনেক কম ফুল বিক্রি হয়েছে। 

সকাল ৯.২০: গত ২৪ ঘণ্টায় দেশে ১০ লক্ষেরও বেশি করোনা পরীক্ষা হয়েছে। বুলেটিনে জানাল স্বাস্থ্য মন্ত্রক। 

সকাল ৯.০৭: ক্যার্লিফোর্নিয়ায় একদিনে করোনায় মৃত ৭০ জন। ফলে সেখানে মৃতের সংখ্যা বেড়ে ১২ হাজার ৮৪১ জন

সকাল ৯.০২: দক্ষিণ কোরিয়ায় একদিনে করোনা আক্রান্ত ২৯৯ জন। সংক্রমণে রাশ টানতে সিওলে রেঁস্তরাঁয় অতিথি সমাগম, স্কুল-কলেজ, ফিটনেস সেন্টারের উপর নতুন করে বিধিনিষেধ চাপানো হয়েছে। 

সকাল ৮.৫৫: প্রয়াগরাজে চলছে সপ্তাহন্তের লকডাউন। 

সকাল ৮.৫৪: মেলবোর্নে কমছে সংক্রমণ। লকডাউনের নিয়মকানুন শিথিল হতে পারে বলে দাবি।

সকাল ৮.৪৩: উত্তরপ্রদেশের মুজফফরনগরে কোভিডবিধি অমান্য করে ব্যাপক ভিড়। জঙ্গিদের গুলিতে কাশ্মীরের জাডুরায় শহিদ জওয়ান প্রশান্ত শর্মাকে শেষশ্রদ্ধা জানাতে এসেছেন এলাকার বাসিন্দারা। 

সকাল ৮.১৫: ভারতের করোনায় মৃত্যু হার ১.৮১ শতাংশ। যা বিশ্বের মধ্যে সবচেয়ে কম বলে দাবি কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের।   

সকাল ৮.১২: হিমাচলের কালকা-শিমলার রুটের ট্রেন চলাচাল বন্ধ রাখার সিদ্ধান্ত। 

সকাল ৮.১০: করোনায় মৃত্যুর নিরিখে বিশ্বে দ্বিতীয় স্থানে উঠে এসেছে ব্রাজিল। লাতিন আমেরিকার দেশটিতে মৃত্যু ১ লক্ষ ২০ হাজারের গণ্ডি ছাড়াল। 

সকাল ৮.০০: অস্ট্রেলিয়ার ভিক্টোরিয়া প্রদেশে হু হু করে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। ফের দৈনিক সংক্রমিতের সংখ্যা বেড়ে শতাধিক।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement