Advertisement
Advertisement

Breaking News

Madhya Pradesh

আদিবাসী যুবককে নগ্ন করে উলটো করে ঝুলিয়ে মার! ভিডিও ভাইরাল হতেই FIR পুলিশের

লাঠি, বেল্ট এবং চপ্পল দিয়ে মার যুবককে।

Madhya Pradeshn Tribal Man Stripped and Hung Upside Down And Thrashed | Sangbad Pratidin
Published by: Kishore Ghosh
  • Posted:February 14, 2024 2:39 pm
  • Updated:February 14, 2024 2:39 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আদিবাসী যুবককে নগ্ন করে বেধড়ক মার। উলটো করে ঝুলিয়ে পৈশাচিক অত্যাচার চালায় একদল দুষ্কৃতী। সম্প্রতি সোশাল মিডিয়ায় ভাইরাল হয়েছে এমনই একটি ভিডিও। জানা গিয়েছে, একটি চায়ের দোকান রয়েছে ওই যুবকের। দুষ্কৃতীদের দলটি তোলা চায় তাঁর কাছে। তা দিতে অস্বীকার করাতেই শুরু হয় বর্বর কাণ্ড।

ভাইরাল ভিডিওতে দেখা গিয়েছে, উলটো করে ঝোলানো হয়েছে আদিবাসী যুবককে। নির্দয়ভাবে বেল্ট এবং লাঠি দিয়ে মারধর করা হচ্ছে তাঁকে। মধ্যপ্রদেশের (Madhya Pradesh) বেতুলের এই ঘটনা গত নভেম্বর মাসের হলেও ভয়ে পুলিশে অভিযোগ দায়ের করেননি যুবক। তিনি বলেন, “ওরা আমাকে নগ্ন করে দড়ি দিয়ে বাঁধে। এর পর লাঠি, বেল্ট এবং চপ্পল দিয়ে মারধর করেছিল। চা দোকানের জন্য তোলা চাইছিল। আমি আর বাবা ওই দোকান চালাই।” কেন পুলিশকে জানাননি তাও জানিয়েছেন যুবক।

Advertisement

 

[আরও পড়ুন: বিরতির পর ফের শুরু কৃষক বিক্ষোভ, ‘আলোচনাতেই হবে সমাধান’, দাবি অনুরাগ ঠাকুরের]

পুলিশে জানালে পরিবারের সদস্যদের উপর হামলা হতে পারে ভেবেই থানায় যাননি যুবক। বলেন, “ওদের কাছে বন্দুক ছিল। আমি শুনেছি ওঁদের একজন খুনও করেছে। এই কারণেই অত্যাচারের কথা কাউকে বলিনি। কিন্ত ভিডিও ভাইরাল হয়েছে। আমার দাদাকে বলেছি যে ঘটনাটি মাস কয়েক আগের।” যদিও ভিডিও প্রকাশ্যে আসার পর এফআইআর দায়ের করেছে পুলিশ। অভিযুক্তদের খোঁজে তদন্ত শুরু হয়েছে।

 

[আরও পড়ুন: জ্ঞানবাপী মসজিদে প্রথমবার পুজো দিলেন যোগী, ভিডিও ভাইরাল]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement