Advertisement
Advertisement
Madhya Pradesh

চিকিৎসক বা নার্স নেই, মধ্যপ্রদেশের স্বাস্থ্যকেন্দ্রে প্রসব করালেন সাফাইকর্মী! মৃত্যু সদ্যোজাতের

তদন্তের নির্দেশ স্বাস্থ্য দপ্তরের।

Madhya Pradesh woman loses newborn after delivery with sanitary worker's help

প্রতীকী ছবি

Published by: Kishore Ghosh
  • Posted:August 13, 2024 3:32 pm
  • Updated:August 13, 2024 3:38 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: চমকে দেওয়া কাণ্ড মধ্যপ্রদেশে। স্বাস্থ্যকেন্দ্রে কোনও চিকিৎসক বা নার্স না থাকায় মহিলার প্রসব করালেন এক সাফাইকর্মী। প্রসবের কিছু পরে ওই সদ্যোজাতের মৃত্যু হয়। এই ঘটনায় হুলস্থুল পড়ে গিয়েছে গোটা রাজ্যে। বিজেপি শাসিত রাজ্যের চিকিৎসাকেন্দ্রগুলির বিশ্রি হাল নিয়ে প্রশ্ন উঠছে। এই ঘটনায় স্বাস্থ্যকেন্দ্র কর্তৃপক্ষের গাফিলতিকে দায়ী করা হচ্ছে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, সোমবার ঘটনাটি ঘটেছে মধ্যপ্রদেশের শিবপুরী জেলার এক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে। রানি ওঝার প্রসববেদনা ওঠায় তাঁর স্বামী রামসেবক অ্যাম্বুলেন্সে ফোন করেন। যদিও অ্যাম্বুলেন্স মেলেনি। এর মধ্যে স্ত্রীর অবস্থা খারাপ হওয়ায় অন্য একটি গাড়িতে তাঁকে নিয়ে স্বাস্থ্যকেন্দ্রে পৌঁছান। যদিও তাতেও সমস্যার সমাধান হয়নি। কারণ ওই স্বাস্থ্যকেন্দ্রে সেই সময় কোনও চিকিৎসক ছিলেন না।

Advertisement

 

[আরও পড়ুন: ফের প্যারোলে মুক্ত! বন্দিদশা এড়িয়ে ২১ দিনের জন্য ‘ছুটি’তে ধর্ষক রাম রহিম]

রামসেবক অভিযোগ করেছেন, চিকিৎসক তো বটেই, স্বাস্থ্যকেন্দ্রে কোনও নার্সও ছিল না। যদিও রানির অবস্থা খারাপ হতে থাকায় এগিয়ে আসেন এক সাফাইকর্মী। তিনিই রামসেবকের স্ত্রীর প্রসব করান। কন্যাসন্তানের জন্ম দেন রানি। যদিও জন্মানোর কিছু পরে শিশুটি মারা যায়। রামসেবক অভিযোগ করেছেন, তাঁরা জানতেই পারেননি যে চিকিৎসক বা নার্স নন, তাঁর স্ত্রীকে প্রসব করিয়েছেন একজন সাফাইকর্মী। পরে স্থানীয়দের কাছ থেকেই জানতে পারেন ওই মহিলা কোনও এক জন সাফাইকর্মী। মধ্যপ্রদেশের স্বাস্থ্য দপ্তর অভিযুক্ত চিকিৎসাকেন্দ্রের বিরুদ্ধে তদন্তের নির্দেশ দিয়েছে।

 

[আরও পড়ুন: বাংলাদেশের সরকার পতনে আমেরিকার হাত! গুঞ্জনের মাঝেই বিবৃতি আমেরিকার]

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement