Advertisement
Advertisement

Breaking News

Madhya Pradesh

স্কুলছাত্রীদের সঙ্গে অশ্লীল আচরণ! অভিভাবকদের মার খেতে খেতে জেলে গেলেন শিক্ষক

নানা অঙ্গভঙ্গি করে নিজের যৌন চাহিদার কথা ছাত্রীদের সামনে তুলে ধরতেন ওই শিক্ষক বলে অভিযোগ।

Madhya Pradesh Teacher held for obscene acts with schoolgirls | Sangbad Pratidin

ছবি: প্রতীকী

Published by: Sulaya Singha
  • Posted:February 26, 2023 2:01 pm
  • Updated:February 26, 2023 2:01 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: শিক্ষকরাই ছাত্রদের ভবিষ্যৎ গড়ে দেন। আলোর দিশা দেখান। ভাল কাজে অনুপ্রেরণা জোগান। এ সমাজে এভাবেই গড়ে উঠেছে শিক্ষকদের ভাবমূর্তি। কিন্তু সেই শিক্ষকই যখন খলনায়ক হয়ে ওঠেন, তখন সমস্ত সমাজ ব্যবস্থাই যেন ওলটপালট হয়ে যায়। তেমনই হল মধ্যপ্রদেশে। স্কুল ছাত্রীদের সঙ্গে অশালীন আচরণের অভিযোগ উঠল এক শিক্ষকের বিরুদ্ধে। শনিবার তাঁকে গ্রেপ্তার করেছেন পুলিশ।

ঘটনা মধ্যপ্রদেশের নর্মাদপুরমের। অভিযুক্ত ইশরপুর গ্রামের একটি সরকারি স্কুলের শিক্ষক। অভিযোগ, স্কুলের ছাত্রীদের সঙ্গে অশালীন আচরণ করতেন তিনি। নানা অঙ্গভঙ্গি করে নিজের যৌন চাহিদার কথা তাদের সামনে তুলে ধরতেন। প্রথমে ভয়ে কাঁটা হয়ে থাকত ছাত্রীরা। কিন্তু পরে নিজেদের অভিভাবকদের গোটা বিষয়টি জানান। তারপরই থানার দ্বারস্থ হন ছাত্রীদের বাবা-মায়েরা। বিষয়টি কানে যায় জেলাশাসক নীরজ কুমার সিংয়েরও। তাঁর নির্দেশে বিদ্যালয় থেকে অনির্দিষ্টকালের জন্য সাসপেন্ড করা হয় অভিযুক্তকে।

Advertisement

[আরও পড়ুন: বাসনের দোকানে দাঁড়িয়ে ছবি পোস্ট, সোশ্যাল মিডিয়ায় চরম কটাক্ষের শিকার শুভশ্রী]

মধ্যপ্রদেশ পুলিশের তরফে SDOP মদনমোহন সমর জানিয়েছেন, অভিযুক্তর বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির একাধিক ধারার পাশাপাশি পকসো আইনেও মামলা রুজু হয়েছে। ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে একটি ভিডিও। যেখানে দেখা যাচ্ছে, শনিবার পুলিশ যখন ওই শিক্ষককে গ্রেপ্তার করে, তখন অভিযুক্তর উপর ক্ষোভ উগরে দেন অভিভাবকরা। তাঁকে মাটিতে ফেলে মারধরও করা হয়। ঘটনার পর থেকেই মানসিক ট্রমার মধ্যে রয়েছেন একাধিক ছাত্রী।

[আরও পড়ুন: রাত বাড়লেই ফ্ল্যাটে ফুর্তির ফোয়ারা, হৈমন্তীর উদ্দাম জীবনযাপনে অতিষ্ঠ ছিলেন পড়শিরা]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement