Advertisement
Advertisement
Madhya Pradesh

‘জনগণমন’ গেয়ে ক্লাস শুরু করতে হবে মাদ্রাসায়, যোগীরাজ্যের পর একই ভাবনা মধ্যপ্রদেশেরও

কী জানালেন বিজেপি শাসিত এই রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী?

Madhya Pradesh says it’ll consider makes singing of National Anthem mandatory at Madrasas | Sangbad Pratidin

ফাইল ছবি

Published by: Sulaya Singha
  • Posted:May 13, 2022 5:30 pm
  • Updated:May 13, 2022 5:30 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মাদ্রাসার পড়ুয়া এবং শিক্ষকদেরও এবার থেকে জাতীয় সংগীত গাওয়া বাধ্যতামূলক। বৃহস্পতিবারই এমন সিদ্ধান্তের কথা জানিয়েছিল যোগী আদিত্যনাথ (Yogi Adityanath) সরকার। তার ২৪ ঘণ্টার মধ্যেই একই পথে হাঁটার ইঙ্গিত দিল মধ্যপ্রদেশও।

বিজেপি শাসিত এই রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী তথা সরকারি মুখপাত্র নরোত্তম মিশ্র শুক্রবার জানান, “শুধু ধর্মীয় স্থানেই নয়, জাতীয় সংগীত সব জায়গাতেই গাওয়া উচিত।” তবে বিষয়টি আলোচনা সাপেক্ষ। তারপরই সিদ্ধান্ত নেওয়া হবে মাদ্রাসায় জাতীয় সংগীত (National Anthem) বাধ্যতামূলক করা হবে কি না। উত্তরপ্রদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড ইতিমধ্যেই মাদ্রাসায় ‘জনগণমন’ গাওয়া আবশ্যিক ঘোষণা করেছে। বিষয়টির প্রশংসাই শোনা গেল নরোত্তম মিশ্রর গলায়। তাঁর কথায়, “এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিবেচ্য বিষয়। আমরাও ব্যাপারটা নিয়ে চিন্তাভাবনা করব।”

Advertisement

[আরও পড়ুন: পরীক্ষা না দিয়েই চাকরি করছেন ২২২ জন, দুর্নীতিতে যুক্ত ১১, SSC মামলায় রিপোর্ট বাগ কমিটির]

যোগী মন্ত্রিসভার সদস্য দানিশ আজাদ আনসারি নয়া নিয়ম ঘোষণা করেছিলেন। রাজ্য সরকারের মুসলিম মুখ আনসারি সংখ্যালঘু দপ্তরের রাষ্ট্রমন্ত্রী। গত ২৪ মার্চই উত্তরপ্রদেশ (Uttar Pradesh) মাদ্রাসা শিক্ষা বোর্ডের বৈঠকে এই বিষয়টি নিয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল বলে জানান তিনি। নয়া নিয়মে সব মাদ্রাসার ছাত্র, শিক্ষককে অবশ্যই ক্লাস শুরুর আগে ‘জনগণমন’ গাইতে হবে।

৩০ মার্চ থেকে ১১ মে পর্যন্ত রমজানের জন্য মাদ্রাসাগুলি বন্ধ ছিল। বৃহস্পতিবার নতুন করে খোলে যোগীরাজ্যের মাদ্রাসা। আর এদিন থেকেই চালু হয়ে যায় নয়া নিয়ম। ২০১৭ সালে উত্তরপ্রদেশ মাদ্রাসা বোর্ড স্বাধীনতা দিবসে তাদের অনুমোদিত সব শিক্ষা প্রতিষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলন ও ‘জনগণমন’ গাওয়া বাধ্যতামূলক করে। এর ৫ বছর পর স্কুলে ক্লাস শুরুর আগে জাতীয় সংগীত গাওয়া আবশ্যিক করা হল। উত্তরপ্রদেশ মাদ্রাসা বোর্ডের চেয়ারম্যান আগেই বলেছিলেন, “সব স্কুলেই জাতীয় সংগীত গাইতে হয়। মাদ্রাসার পড়ুয়াদের মধ্যেও দেশপ্রেমের চেতনা জাগ্রত করতে চাই আমরা। ওরা যাতে ধর্মীয় শিক্ষার পাশাপাশি আমাদের ইতিহাস, সংস্কৃতির সঙ্গে পরিচিত হয়, সে জন্যই আসন্ন শিক্ষাবর্ষ থেকে তা বাধ্যতামূলক করা হচ্ছে।”

[আরও পড়ুন: ‘আমাদের বলির পাঁঠা করছেন মোদি-শাহরা’, বিস্ফোরক জঙ্গি হামলায় নিহত কাশ্মীরি পণ্ডিতের স্ত্রী]

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement