Advertisement
Advertisement
Madhya Pradesh

মৃত স্বামীর রক্তমাখা শয্যা মুছতে হল অন্তঃসত্ত্বা স্ত্রীকেই! প্রশ্নের মুখে মধ্যপ্রদেশের স্বাস্থ্যকেন্দ্র

নিন্দার ঝড় উঠেছে সোশাল মিডিয়ায়।

Madhya Pradesh: Pregnant Woman Allegedly Made To Clean Hospital Bed
Published by: Suchinta Pal Chowdhury
  • Posted:November 2, 2024 1:06 pm
  • Updated:November 2, 2024 3:44 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: স্বাস্থ্যকেন্দ্রে চোখের সামনে মৃত্যু হয়েছে স্বামীর। শোকে পাথর অন্তঃসত্ত্বা স্ত্রী। কিন্তু দুঃসময়েও মিলল না রেহাই। তাঁকে দিয়েই পরিষ্কার করানো হল স্বামীর রক্তমাখা শয্যা! এমনই অমানবিক ঘটনা ঘটেছে মধ্যপ্রদেশে। অভিযোগের আঙুল উঠেছে সেরাজ্যের গাড়াসরই স্বাস্থ্যকেন্দ্রের বিরুদ্ধে।   

জানা গিয়েছে, মধ্যপ্রদেশের আদিবাসী অধ্যুষিত ডিন্ডোরী জেলার লালপুর গ্রামে বৃহস্পতিবার বড়সড় ঝামেলা বাঁধে। একই পরিবারের চারজনকে লক্ষ্য করে গুলি চালায় দুষ্কৃতীরা বলে অভিযোগ। গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই মৃত্যু হয় বাবা ও এক ছেলের। শিবরাজ ও রামরাজ নামে দুজনকে গাড়াসরই স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় শিবরাজের। তাঁর স্ত্রী রোশনিই পাঁচ মাসের অন্তঃসত্ত্বা। শেষ মুহূর্ত পর্যন্ত স্বামীর সঙ্গ ছাড়েননি তিনি। অভিযোগ, তার পরই যে বেডে শিবরাজ শুয়েছিলেন সেটি পরিষ্কার করতে বলা হয় রোশনিকে। এই ঘটনার একটি ভিডিও ভাইরাল হয়েছে সোশাল মিডিয়ায় (যদিও ওই ভিডিওর সত্যতা যাচাই করেনি সংবাদ প্রতিদিন ডিজিটাল)।

Advertisement

ভিডিওতে দেখা যায়, রোশনি এক হাতে রক্তমাখা কাপড় ধরে রয়েছেন। অন্য হাত দিয়ে তিনি সেই শয্যা পরিষ্কার করছেন। যদিও সব অভিযোগ অস্বীকার করেছে হাসপাতাল কর্তৃপক্ষ। তাদের দাবি, ওই মহিলাই নিজে তাঁর স্বামীর শয্যা পরিষ্কার করতে চেয়েছিলেন। ওই স্বাস্থ্যকেন্দ্রের এক চিকিৎসক চন্দ্রশেখর টেকম বলেন, “হাসপাতালে পর্যাপ্ত স্বাস্থ্যকর্মী রয়েছেন। ওই মহিলাকে বেড পরিষ্কার করতে বলা হয়নি।” তবে গুলি চালানোর ঘটনায় তদন্ত শুরু করেছে পুলিশ। কয়েকজন সন্দেহভাজনকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ চলছে। কিন্তু গাড়াসরই স্বাস্থ্যকেন্দ্রের এই ঘটনায় নিন্দার ঝড় উঠেছে সোশাল মিডিয়ায়।

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement