সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কদিন আগে বিহারে (Bihar) ট্রাক্টরের চাকায় পুলিশকর্মীকে পিষে মেরেছিল বালি মাফিয়া। এবারের ঘটনা মধ্যপ্রদেশের (Madhya Pradesh)। সেখানে রাজস্ব দপ্তরের আধিকারিককে ট্রাক্টরের চাকায় পিষে মারল বালি মাফিয়া। গভীর রাতে সোন নদীতে অবৈধ বালি চুরি চলছিল। খবর পেয়ে তা রুখতে গিয়েই প্রাণ গেল তরুণ সরকারি আধিকারিকের।
রবিবার এই বিষয়ে পুলিশের জানিয়েছে, শনিবার গভীর রাতে খুন হয়েছেন রাজস্ব দপ্তরের আধিকারিক প্রসন্ন সিং। ঘটনাটি শাহদোল জেলার। সোন নদীতে গোপালপুরে চলছিল অবৈধ বালি তোলার কাজ। খবর পেয়ে সেখানে হাজির হন চার সদস্যের সরকারি আধিকারিকদের দল। দেওলন্দের পুলিশ আধিকারিক রাজকুমার মিশ্রা বলেন, “বালি বোঝাই একটি ট্রাক্টরকে থামতে বলেছিলেন প্রসন্ন। চালক না থেমে আধিকারিকের উপর দিয়ে চালিয়ে দেয়। চাকায় পিষে ঘটনাস্থলেই মৃত্যু হয় পাটোয়ারি পদের আধিকারিকের।”
ঘটনার পরে পালিয়ে যায় অভিযুক্ত ট্রাক্টর চালক। তদন্তে নেমে রবিবার সকালে অভিযুক্ত শুভম বিশ্বকর্মাকে (২৫) গ্রেপ্তার করেছে পুলিশ। তার বিরুদ্ধে খুনের মামলা করেছে পুলিশ। ঘাতক ট্রাক্টরটিকে বাজেয়াপ্ত করা হয়েছে। ঘটনার সময় মৃত প্রসন্নের সঙ্গে থাকা এক রাজস্ব আধিকারিকের বক্তব্য, গত বৃহস্পতিবারও এলাকায় বালি বোঝাই ট্রাক্টর বাজেয়াপ্ত করেছিলাম। এর পরেই এদিনের ঘটনা। সব মিলিয়ে রাজ্যের বালিয়া মাফিয়াদের দৌরাত্ম্য নিয়ে চিন্তায় প্রশাসন। যদিও স্থানীয়দের দাবি, রাজনৈতিক নেতাদের মদতেই বালি মাফিয়াদের দাপট বাড়ছে। মাঝখান থেকে বেঘোরে প্রাণ যাচ্ছে সরকারি আধিকারিকদের।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.