ছবি: প্রতীকী
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মনুসংহিতাকে পুড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে বিপাকে মধ্যপ্রদেশের ব্যক্তি। ঠাঁই হল শ্রীঘরে। ‘ভারতমাতা’ সম্পর্কে অসম্মানজনক মন্তব্য করারও অভিযোগ রয়েছে ওই ব্যক্তির বিরুদ্ধে। সকল ব্রাহ্মণ সভা সমাজের অভিযোগের ভিত্তিতেই অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে বলে খবর।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গিয়েছে, মধ্যপ্রদেশের অশোক নগর এলাকা থাকে ওই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। ধৃতের নাম বাবুলাল দিলওয়ার। ধৃত ব্যক্তি কী করেন? সে বিষয়ে কিছু জানা যায়নি। তবে ব্রাহ্মণ সভা সমাজের অভিযোগ, ফেসবুকে তিনি উসকানিমূলক মন্তব্য করেছেন। ‘ভারতমাতা’ সম্পর্কে অত্যন্ত অপমানজনক কথা বলেছেন বাবুলাল। পাশাপাশি মনুস্মৃতি ওরফে মনুসংহিতা পুড়িয়ে দেওয়ার হুমকি দিয়েছেন।
বৈদিক সনাতন ধর্মালম্বীদের অনুশাসনে ব্যবহৃত অন্যতম মুখ্য স্মৃতিগ্রন্থ মনুসংহিতা বা মনুস্মৃতি। নেটদুনিয়া মারফত পাওয়া তথ্য অনুযায়ী, মানুষকে অনুশাসিত করার সূত্র বা নীতিই এর প্রধান আলোচ্য বিষয়। তবে সৃষ্টির আদি থেকে বর্তমান সময়ের আরও অনেক বিষয় নিয়েও আলোচনা করা হয়েছে।
অভিযোগ, ফেসবুকে এমন গ্রন্থকেই পুড়িয়ে দেওয়ার হুমকি দেয় বাবুলাল। তার সেই মন্তব্য সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে আর সকল ব্রাহ্মণ সভা সমাজের সদস্যদের নজরে পড়ে। এরপরই থানায় অভিযোগ জানানো হয়। গত শুক্রবার অর্থাৎ ২৩ ডিসেম্বর বাবুলালকে গ্রেপ্তার করা হয়। অভিযুক্তের বিরুদ্ধে ধর্মীয় ভাবাবেগে আঘাত, উসকানিমূলক মন্তব্য-সহ একাধিক অভিযোগ আনা হয়েছে।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.