প্রতীকী ছবি
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ফের আত্মঘাতী যুবক! আবার কাঠগড়ায় স্ত্রী ও তাঁর পরিবারের সদস্য। বেঙ্গালুরু, উত্তরপ্রদেশের পর মধ্যপ্রদেশের ভোপাল। স্ত্রী ও শ্বশুরবাড়ির সদস্যদের বিরুদ্ধে মানসিক অত্যাচার, হেনস্থার অভিযোগের ভিডিও করে ‘আত্মহত্যা’ যুবকের।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত যুবকের নাম অভিষেক বচলে। বয়স ২৫ বছর। চারবছর আগে প্রেম করে আয়শবাগ এলাকার এক যুবতীর সঙ্গে তাঁর বিয়ে হয়। দম্পতির শিশু সন্তানও রয়েছে। শনিবার যুবকের ঝুলন্ত দেহ উদ্ধার হয়। সঙ্গে একটি বার্তা পেয়েছে পুলিশ। তদন্তকারীদের দাবি, সেই ভিডিওতে যুবক দাবি করেছে, বিয়ের পর থেকে তাঁর স্ত্রী কাজল ও তাঁর মা বিভিন্ন রকমভাবে অত্যাচার করতে থাকেন। দিনে দিনে তা বাড়তেই থাকে। বাধ্য হয়ে তিনি আত্মহত্যা করছেন। এর পাশাপাশি, নিজের বাবা-মার কাছে এই কাজের জন্য ক্ষমা চেয়েছেন তিনি।
ঘটনার পরই তদন্তে নামে পুলিশ। তখনই জানা যায় অভিষেকের স্ত্রী তাঁর নামে থানায় অভিযোগ জানিয়েছিলেন। সেই ঘটনার তদন্ত চলছে। অভিষেকের পরিবারের অভিযোগ, মিথ্যা অভিযোগ দায়ের করেছিল কাজল ও তাঁর পরিবার। তার জেরেই মানসিক চাপে ছিলেন যুবক। পুলিশ সূত্রে জানা গিয়েছে, উদ্ধার হওয়া ভিডিওর সূত্র ধরে ঘটনার তদন্ত শুরু হয়েছে। সমস্ত দিক খতিয়ে দেখা হচ্ছে।
উল্লেখ্য, গতবছরের শেষের দিকে বেঙ্গালুরুর আইটি কর্মী অতুল প্রসাদ স্ত্রী ও তাঁর পরিবারের বিরুদ্ধে মানসিক নির্যাতনের অভিযোগ তুলে আত্মহত্যা করেন। উত্তরপ্রদেশেও একই ঘটনা ঘটে অন্য এক যুবকের সঙ্গে। সেই ঘটনাগুলির পর এবার একই অভিযোগ তুলে আত্মঘাতী হলেন ভোপালের অভিষেক।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.