নয়াদিল্লির সংসদ ভবনের কাছে আত্মঘাতী এক ব্যক্তি৷ গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেন রাম দয়াল বর্মা নামে ওই ব্যক্তি৷ মৃতের কাছ থেকে ২৩ পাতার সুইসাইড নোট উদ্ধার করেছে পুলিশ৷
পুলিশ সূত্রে খবর, বৃহস্পতিবার সকাল সওয়া সাতটা নাগাদ নয়াদিল্লির রেলভবন এবং সংসদের মিডিয়া পার্কিং সেন্টারের মধ্যবর্তী জায়গা থেকে উদ্ধার হয় বছর ঊনচল্লিশের রাম দয়াল বর্মার দেহ৷ একটি গাছে ঝুলে ছিল তাঁর নিষ্প্রাণ দেহ৷ গাছ থেকে নামিয়ে এনে ওই ব্যক্তিকে নিকটবর্তী হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন৷ মৃত ব্যক্তির বাড়ি মধ্যপ্রদেশের শিবপুরী জেলায় বলে জানা গিয়েছে৷ তাঁর পরিবারের সঙ্গে যোগাযোগের চেষ্টা করছে পুলিশ৷ তবে কী কারণে ওই ব্যক্তি আত্মহত্যা করলেন তা এখনও স্পষ্ট নয়৷ ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ৷
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.