প্রতীকী ছবি
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: শ্বশুরবাড়িতে নৃশংস অত্যাচারের শিকার বধূ! মহিলাকে মারধর করে তাঁর গোপনাঙ্গ পুড়িয়ে দেওয়ার অভিযোগ উঠেছে স্বামী এবং শ্বশুরবাড়ির লোকেদের বিরুদ্ধে। মধ্যপ্রদেশের রাজগড়ের ঘটনায় ছড়িয়েছে চাঞ্চল্য।
পুলিশ জানিয়েছে, গত ১৩ ডিসেম্বর মহিলার উপর তাঁর স্বামী, ননদ, শ্বশুর এবং শাশুড়ি মিলে প্রায় দুঘণ্টা ধরে অত্যাচার চালান। মহিলাকে নগ্ন করে নৃশংসভাবে মারধর করা হয়। লাগাতার লাথি-ঘুসি, কিল-চড় চলতে থাকে। অভিযোগ, এর পরই তাঁর গোপনাঙ্গ ও উরু গরম লোহার রড দিয়ে পুড়িয়ে দেওয়া হয়। এখানেই শেষ নয়, গোপনাঙ্গে লঙ্কার গুঁড়ো দেওয়ার অভিযোগও উঠেছে শ্বশুরের বিরুদ্ধে। পরের দিন মহিলার স্বামী ও শ্বশুর তাঁকে বাইকে চাপিয়ে থানার কাছে একটি নির্জন এলাকায় ফেলে দিয়ে আসেন। সেখান থেকে কোনওক্রমে নিজের বাপের বাড়িতে গিয়ে পৌঁছন মহিলা। পরিবারের কাছে পুরো বিষয়টি জানালে পুলিশের দ্বারস্থ হন বাড়ির লোকেরা।
কিন্তু কোন কারণে এমন বীভৎস নির্যাতনের শিকার ওই মহিলা? পুলিশ জানিয়েছে, রোহিত রুহেলা নামের এক ব্যক্তি মহিলার শ্বশুরবাড়িতে ইস্ত্রি চাইতে এসেছিলেন। রোহিতকে বাইরে অপেক্ষা করতে বলে ভিতরে যান মহিলা। কিন্তু চারদিক ফাঁকা দেখে মহিলার ঘরে ঢুকে তাঁর শ্লীলতাহানির চেষ্টা করেন রোহিত। ঠিক তখনই ননদ গোটা ঘটনা দেখে ফেলায় সেখান থেকে চম্পট দেন রোহিত। মহিলার অভিযোগ, এই ঘটনার জন্য তাঁকেই দায়ী করে তাঁর উপর অকথ্য অত্যাচার করতে থাকেন শ্বশুরবাড়ির লোকেরা। যাতে তিনি জ্ঞান হারান। এমনকী পরের দিন সকালেও তাঁকে মারধর করা হয়। পুড়িয়ে দেওয়া হয় শরীরের একাধিক অংশ। ঘটনায় ভারতীয় ন্যায় সংহিতার ১১৫(২), ৭৪, ৬৪ এবং ৩(৫) ধারায় অভিযুক্তদের বিরুদ্ধে মামলা রুজু করা হয়েছে।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.