Advertisement
Advertisement
Madhya Pradesh

বিয়ের আসরে বিষপান করে মৃত্যুর কোলে ঢলে পড়লেন বর, দৃশ্য দেখে চরম সিদ্ধান্ত কনেরও

হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন তরুণী।

Madhya Pradesh Groom Dies and Bride Serious After Consuming Poison At Wedding | Sangbad Pratidin
Published by: Kishore Ghosh
  • Posted:May 18, 2023 4:12 pm
  • Updated:May 18, 2023 4:13 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিয়ের আসরেই বিষ খেয়ে মৃত্যু বরের। বিষপানের পর হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন কনে। এমন ঘটনায় মধ্যপ্রদেশের (Madhya Pradesh) একটি বিয়ে বাড়ির আবহাওয়া আচমকা বদলে গেল। আনন্দের অনুষ্ঠানে নামল কালো শোকের ছায়া। পরিবার সূত্রে জানা গিয়েছে, এখনই বিয়েতে রাজি ছিলেন না যুবক। কতকটা বাধ্য হয়েই মত দেন তিনি। এর পর ছাদনাতলায় বসেই বিষ খান যুগল। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। ঠিক কী কারণে চরম সিদ্ধান্ত?

পুলিশ সূত্রে জানা গিয়েছে, ঘটনাটি মধ্যপ্রদেশের ইন্দোরের। গত ১৬ মে মঙ্গলবার স্থানীয় আর্য সমাজ মন্দিরে ছিল বিয়ে। সেই আসরেই বিষ খান ২১ বছর বয়সি যুবক। কয়েক মুহূর্ত পরেই মৃত্যুর কোলে ঢলে পড়েন তিনি। মৃত্যুর আগে হবু স্ত্রীকে জানান তিনি বিষ খেয়েছেন। সে কথা জানার পর তরুণী বিষ খান। ২০ বছরের তরুণীকে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভরতি করা হয়েছে। তিনি বর্তমানে লাইফ সাপোর্টে রয়েছেন।

Advertisement

[আরও পড়ুন: ‘রাহুল নয়, মোদিকে হারাতে প্রধানমন্ত্রীর মুখ করা হোক প্রিয়াঙ্কাকে’, দাবি বর্ষীয়ান কং নেতার]

পরিবার সূত্রে জানা গিয়েছে, তরুণী বেশ কিছুদিন ধরে যুবককে বিয়ের জন্য চাপ দিচ্ছিলেন। যদিও যুবক কেরিয়ার তৈরির জন্য বছর দুই সময় চেয়েছিলেন। এতে যুবকের নামে পুলিশ অভিযোগ করেন তরুণী। এরপর বাধ্য হয়ে বিয়েতে রাজি হন যুবক। এরপর বিয়ের আসরে বিষ খান তিনি। ইন্দোরের সহকারী সাব-ইনস্পেক্টর রমজান খান জানিয়েছেন, বর বিষ খেয়েছে জানার পরে তরুণীও বিষ খান। দু’জনকেই হাসপাতাল নিয়ে যাওয়া হয়। চিকিৎসকরা জানান যুবকের মৃত্যু হয়েছে। বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন তরুণী। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

[আরও পড়ুন: চাকা গড়াল পুরী-হাওড়া বন্দে ভারতের, ভিডিও কনফারেন্সে সবুজ পতাকা দেখালেন মোদি]

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement