Advertisement
Advertisement

Breaking News

Madhya Pradesh

মাফিয়াদের থেকে কেড়ে নেওয়া জমিতে গৃহহীনদের জন্য বাড়ি, ঘোষণা মধ্যপ্রদেশ সরকারের

ভূমি পুজো করে প্রকল্পের সূচনা করেছেন মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান।

Madhya Pradesh government to create Suraj Colony in land retrieved for mafia | Sangbad Pratidin
Published by: Anwesha Adhikary
  • Posted:January 1, 2023 4:07 pm
  • Updated:January 1, 2023 9:21 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: জমি মাফিয়াদের দখল থেকে উদ্ধার করা হয়েছিল বিশাল জমি। সেই জায়গা পুনরুদ্ধারের পর গৃহহীনদের জন্য পুনর্বাসনের ব্যবস্থা করতে চলেছে মধ্যপ্রদেশ সরকার। ‘সুরজ কলোনি’ গড়ে তোলার পরিকল্পনা করা হয়েছে। ভূমিপুজোর মাধ্যমে এই পরিকল্পনা বাস্তবায়িত করছেন মধ্য প্রদেশের (Madhya Pradesh) মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান। ২০২২ সালের মধ্যেই ২৩ হাজার একর জমি পুনরুদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে মধ্য প্রদেশ। জমি মাফিয়াদের উচ্ছেদ করতে নিরলস প্রচেষ্টা চালিয়ে যাবেন মুখ্যমন্ত্রী, এমনটাই বলা হয়েছে মধ্যপ্রদেশ সরকারের বিবৃতিতে।

রাজ্যের কুখ্যাত তিন জমি মাফিয়া প্রতাপ রাজবংশ, শ্যাম সিরোনিয়া ও ইশরার খানের দখল থেকেই ৪০ একর জমি পুনরুদ্ধার করেছে মধ্য প্রদেশ সরকার। প্রায় ১০০ কোটি টাকা মূল্যের এই জমিতে গড়ে তোলা হবে সুরজ কলোনি। তার পাশাপাশি আরেক মাফিয়া যোগেশ ঠক্করের থেকেও ১১ একর জমি উদ্ধার করা হয়েছে। জেলে থাকা মাফিয়াদের মালিকানা থেকেও জমি উদ্ধার করেছে মধ্য প্রদেশ সরকার।

Advertisement

[আরও পড়ুন: সস্তা হবে সোনা! আমদানি শুল্ক কমানোর প্রস্তাব বাণিজ্য মন্ত্রকের]

বছর শেষের আগেই জমি পুনরুদ্ধারের বিষয়ে বিবৃতি প্রকাশ করেছে মধ্য প্রদেশ সরকার। সেখানে বলা হয়েছে, ” ২০২২ সালে জমি পুনরুদ্ধার করতে বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছিল। সব মিলিয়ে ২৩ হাজার একর জমি পুনরুদ্ধার করা হয়েছে। এই বিপুল জমির মূল্য প্রায় ১৫ হাজার কোটি টাকা। মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহানের (Shivraj Singh Chouhan) নির্দেশেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। মাফিয়া রাজ উচ্ছেদ করতে ভবিষ্যতেও কাজ করবে মধ্য প্রদেশ সরকার।”

১৮ ডিসেম্বর ভূমিপুজো করে এই প্রকল্পের শিলান্যাস করেছেন মুখ্যমন্ত্রী। রাজ্যের রাজধানী ভোপালের কাছে নীলবাদ এলাকায় গড়ে তোলা হবে সুরজ কলোনি। তবে এই এলাকায় কতজনের জন্য বাড়ি তৈরি করা হবে, কতদিনের মধ্যে এই প্রকল্প সম্পূর্ণ হবে- সেই বিষয়ে সরকারের তরফে কিছু জানানো হয়নি।

[আরও পড়ুন:রাজনীতিতে আসছেন কি? জবাব এড়িয়ে গেলেও জল্পনা উসকে দিলেন রাজন]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement