Advertisement
Advertisement

Breaking News

প্রকাশ্যে শৌচকর্ম করায় এই সরকারি শিক্ষক কী শাস্তি পেলেন?

এর পর সম্ভবত আর এমনটা করার সাহস পাবেন না তিনি।

Madhya pradesh: government school teacher suspended for open defecation
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:September 13, 2017 2:07 pm
  • Updated:September 13, 2017 3:06 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কেন্দ্রে ক্ষমতায় আসার পর ‘স্বচ্ছ ভারত মিশন’  চালু করেছে মোদি সরকার। এই প্রকল্পে ঘরে ঘরে শৌচাগার তৈরির উপর জোর দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি স্বয়ং। সরকারি পরিংসখ্যান অনুযায়ী, এখনও পর্যন্ত সারা দেশের সরকারি খরচে ২ লক্ষ ৯ হাজার শৌচাগার তৈরি হয়েছে। কিন্তু, এতকিছুর পরও খোলা জায়গায় শৌচকর্ম করার অভ্যাস ছাড়তে পারেননি মধ্যপ্রদেশের সরকারি স্কুলের এক শিক্ষক। তার ফলও পেলেন হাতনাতে। ওই শিক্ষককে সাসপেন্ড করেছে বিজেপিশাসিত মধ্যপ্রদেশের শিক্ষা দপ্তর। সরকারি নির্দেশিকা বলা হয়েছে, খোলা জায়গায় শৌচকর্ম করা শুধু অশোভন আচরণই নয়, তা সরকারি নির্দেশিকা লঙ্ঘনের শামিল।

[রেস্তরাঁ সার্ভিস চার্জ নিলে বাড়তি কর আদায়ের পালটা দাওয়াই কেন্দ্রের]

Advertisement

মধ্যপ্রদেশের টিকামগড় জেলার বুদেরা গ্রামে একটি সরকারি প্রাথমিক স্কুলে শিক্ষকতা করেন মহেন্দ্র সিং যাদব। সম্প্রতি খোলা জায়গায় শৌচকর্ম করতে যাওয়ার পথে তাঁকে দেখে ফেলেন স্বচ্ছ ভারত মিশনের কর্মীরাই। বিষয়টি জেলাশাসককে জানান তাঁরা। জেলা শিক্ষা আধিকারিক আদিত্য নারায়ণ মিশ্র জানিয়েছেন, জেলাশাসকের নির্দেশে খোলা জায়গায় শৌচকর্ম করার অভিযোগে সরকারি স্কুলের শিক্ষক মহেন্দ্র সিং যাদবকে সাসপেন্ড করা হয়েছে। সাসপেনশনের নির্দেশও জারি হয়ে গিয়েছে। অবিলম্বে সেই নির্দেশ কার্যকর হবে।

[রাম রহিমের লালসা মেটাতে শরীর খুঁজে দিত পোষা ‘বিষকন্যা’রা]

বিজেপিশাসিত মধ্যপ্রদেশে মোদির স্বচ্ছ ভারত মিশন বাস্তবায়িত করতে নানা উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার। বস্তুত, গত জুন মাসে সাতনা জেলায় কেউ খোলা জায়গায় শৌচকর্ম করছে কিনা, তা দেখার জন্য শিক্ষকদেরই নির্দেশ দিয়েছিল জেলা প্রশাসন। কেউ খোলা জায়গায় শৌচকর্ম করলে, মোবাইলে ছবি তুলে রাখারও নির্দেশ দেওয়া হয়েছিল। এমনকী, হার্দা জেলায় খোলা জায়গায় শৌচকর্ম করার অভিযোগে তিনজন গ্রামবাসীকে জেলে পুরেছিল স্থানীয় প্রশাসন। তবে সরকারি কর্মীকে সাসপেন্ড করার ঘটনা আগে কখনও ঘটেনি।

[এবার বাজারে আসছে নয়া ১০০ টাকার কয়েন, জানেন দেখতে কেমন?]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement