Advertisement
Advertisement

Breaking News

Madhya Pradesh

২২ ফুট গভীর কুয়ো থেকে উদ্ধার করা হলেও শেষরক্ষা হল না, মৃত্যু ৪ বছরের শিশুকন্যার

হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছিল খুদে।

Madhya Pradesh: Girl, Who Was Rescued From Borewell, Dies | Sangbad Pratidin
Published by: Sulaya Singha
  • Posted:December 6, 2023 11:37 am
  • Updated:December 6, 2023 11:55 am  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মঙ্গলবার গ্রামের খোলামুখ কুয়োয় আচমকাই পড়ে গিয়েছিল ৪ বছরের শিশুকন্যা। বেশ কয়েক ঘণ্টার লড়াইয়ের পর ২২ ফুট গভীর থেকে তাকে উদ্ধার করা সম্ভব হয়। কিন্তু তা সত্ত্বেও শেষরক্ষা হল না। আজ, বুধবার হাসপাতালে মৃত্যু হয় তার। একরত্তিকে হারিয়ে কান্নায় ভেঙে পড়ে পরিবার।

ঘটনা মধ্যপ্রদেশের রাজগড় জেলার। মাহি নামের ওই শিশু ২২ ফুট গভীরে পড়ে যায়। সঙ্গে সঙ্গে রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনীকে খবর দেওয়া হয়। দ্রুত মাহিকে কুয়ো থেকে বের করার ব্যবস্থার নির্দেশ দেন মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহানও। বেশ খানিকক্ষণের চেষ্টায় তাকে উদ্ধার করা সম্ভব হয়। মাহিকে উদ্ধার করেই সেখান থেকে প্রায় ৭০ কিলোমিটার দূরে ভোপালের এক হাসপাতালে ভর্তি করা হয়। যেখানে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছিল সে। ধীরে ধীরে তার অবস্থার অবনতি ঘটছিল। আর এদিন ভোর ৬টা নাগাদ প্রাণ হারায় সে।

Advertisement

[আরও পড়ুন: দেশে এবার পথ দুর্ঘটনায় আহতদের ‘ক্যাশলেস’ চিকিৎসা! নয়া পরিকল্পনা কেন্দ্রের]

খুদের মৃত্যুতে হাহাকার পরিবারের। চিকিৎসকদের তরফে জানানো হয়েছে, দীর্ঘক্ষণ কুয়োয় আটকে পড়ায় শ্বাসকষ্টের সমস্যা হচ্ছিল মাহির। তার ফলেই শারীরিক অবস্থার অবনতি ঘটে। রাজগড় পুলিশের তরফে এসপি ধর্মরাজ মীনা জানিয়েছেন, ময়নাতদন্তের পর মাহির দেহ পরিবারের হাতে তুলে দেওয়া হবে।

[আরও পড়ুন: বিশ্বের প্রভাবশালী মহিলাদের তালিকায় ৪ ভারতীয়, নির্মলা সীতারমণের সঙ্গে আর কারা?]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement