সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিজেপিশাসিত মধ্যপ্রদেশে দেদার বালি চুরি! আটকাতে যাওয়াই কাল হল পুলিশ কর্মীর। বালি পাচারের ট্রাক্টরেই তাঁকে পিষে মারল পাচারকারীরা। ভোটের আবহে এমন অভিযোগেই সরগরম মধ্য়প্রদেশের শাহদল জেলার বাদোলি গ্রাম।
শাহদল জেলার কিছু গ্রামে অবৈধভাবে বালি খাদান চালানো হচ্ছে বলে অভিযোগ পেয়েছিল পুলিশ। শনিবার রাত পৌনে বারোটা নাগাদ দুই কনস্টেবলকে নিয়ে বাদোলি গ্রামের খাদান এলাকায় হানা দেয় অ্যাসিসট্যান্ট সাব ইন্সপেক্টর মহেন্দ্র বাগড়ি (৩৭)। দেখেন, বেআইনি খাদানের বালি ট্রাক্টরে চাপিয়ে নিয়ে যাওয়া হচ্ছে। সেই ট্রাক্টরটিকে বাধা দিতেই বিপত্তি। বাগড়ির উপর দিয়েই ট্রাক্টরটি চালিয়ে দেওয়া হয় বলে অভিযোগ। বাকি দুই কনস্টেবল পালিয়ে প্রাণে বাঁচেন।
এই ঘটনায় ট্রাক্টর চালক রাজ রাওয়াত (১৯)-কে গ্রেপ্তার করা হয়েছে। এছাড়াও ট্রাক্টর মালিকের ছেলে আশুতোষ সিংকেও গ্রেপ্তার করা হয়েছে। ঘাতক ট্রাক্টরের মালিকের খোঁজ পেতে ৩০ হাজার টাকা আর্থিক পুরস্কার ঘোষণা করেছে পুলিশ। এ প্রসঙ্গে শাহদলের পুলিশ সুপার কুমার প্রতীক বলেন, “বেআইনি বালি খাদান চলছিল। সেই খবর পেয়ে অভিযান চালিয়েছিলেন অ্যাসিসট্যান্ট সাব ইন্সপেক্টর মহেন্দ্র বাগড়ি। অভিযুক্তদের গ্রেপ্তারের জন্য পরোয়ানাও ছিল তাঁর কাছে। সেই সময় বালিভর্তি ট্রলি আসতে দেখে সেটিকে আটকায়। তখনই ট্রাক্টরটি তাঁকে পিষে দেয়।” অভিযুক্তদের খোঁজে তল্লাশি চলছে। তাদের কড়া শাস্তি দেওয়া হবে বলেও আশ্বাস দিয়েছেন পুলিশ সুপার।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.