সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রবিবার ভোরে ভয়াবহ দুর্ঘটনার কবলে পড়ল দুটি মালবাহী ট্রেন। ঘটনায় প্রাণ হারিয়েছেন তিনজন।
সংবাদ সংস্থা এএনআই সূত্রে খবর, এদিন ভোরে মধ্যপ্রদেশের সিনগ্রাউলি জেলায় দুর্ঘটনাটি ঘটে। উত্তরপ্রদেশের রিহান্দনগরের ন্যাশনাল থার্মাল পাওয়ার কর্পোরেশনের (NTPC) জন্য একটি ট্রেন কয়লা বোঝাই করে রওনা দিয়েছিল। অন্য মালবাহী ট্রেনটি খালি ফিরছিল। ভোর ৫টা নাগাদ দুই ট্রেনের মুখোমুখি সংঘর্ষ হয়। ফলে লাইনচ্যুত হয়ে উলটে যায় দুটি ট্রেনেরই একাধিক কামরা। লোকো পাইলট এবং সহকারী লোকো পাইলট ভিতরে আটকে রয়েছেন বলে প্রথমে সন্দেহ করা হচ্ছে। আটকে পড়েছিলেন আরও একজন। পরে জানা যায়, তিনজনেরই মৃত্যু হয়েছে। NTPC-এর একটি দল ইতিমধ্যেই ঘটনাস্থলে পৌঁছায়। হাজির হয় পুলিশও। চলে উদ্ধার কাজ। ঘটনাস্থলে ভিড় জমান স্থানীয়রাও। দুর্ঘটনায় বিপুল অঙ্কের অর্থের ক্ষতি হয়েছে বলে খবর।
Madhya Pradesh: 2 cargo trains carrying coal collide in Singrauli. Loco pilot and assistant loco pilot reported to be trapped. Rescue operation by NTPC team and police is underway. pic.twitter.com/QxYd3DhsRU
— ANI (@ANI) March 1, 2020
জানা গিয়েছে, ভুলবশত একই ট্র্যাক দিয়ে গাড়ি চালানোর অনুমতি দেওয়া হয়েছিল দুই ট্রেনের চালককে। সেই কারণেই ঘটে দুর্ঘটনা। তবে ট্রেনে আগুন ধরে না যাওয়ায় বড়সড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পাওয়া গিয়েছে। আপাতত ওই লাইনে ট্রেন চলাচল ব্যাহত। দ্রুত পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা চালাচ্ছেন উদ্ধারকারীরা। তবে ভারতীয় রেলের তরফে জানানো হয়েছে, এই দুর্ঘটনার সঙ্গে রেলের কোনও সম্পর্ক নেই। নিহতদের কেউই রেলের সঙ্গে যুক্ত নন। যদিও উদ্ধার কাজে সমস্তরকম সাহায্য করেছে রেল।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.