সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মঙ্গলবার সন্ধে ৬ টা ১০ মিনিট। কাবেরী হাসপাতালের বাইরে থিকথিকে ভিড়। তখনই এল খবরটা। ৯৪ বছরে থামল দক্ষিণী রাজনীতির ‘তালাইভা’র জীবন। প্রয়াত করুণানিধি। কিন্তু মৃত্যুর পরও দ্রাবিড় রাজনীতির উজ্জ্বলতম নক্ষত্রের শেষকৃত্য নিয়ে চলল টানাপোড়েন। মেরিনা বিচ নাকি গান্ধী মণ্ডপম, কোথায় সমাহিত করা হবে কলাইনরকে? প্রশ্ন নিয়ে তামিলনাড়ু সরকার ও ডিএমকে-র তরজা ছিল তুঙ্গে। আদালত পর্যন্ত গড়াল মামলা। চারটি পিটিশন দায়ের করা হয়েছিল। ট্রাফিক রামাস্বামী, কে বালু, দুরাইস্বামীদের সেই মামলা খারিজ করে দিয়েছে মাদ্রাজ হাই কোর্ট। ফলে ডিএমকে সমর্থকদের মেরিনা বিচে নেতাকে সমাহিত করার দাবিতে আর কোনও আইনি বাধা রইল না বলেই মনে করা হচ্ছে। এদিকে সকালেই আদালতে হলফনামা পেশ করেছে তামিলনাড়ু সরকার। সরকারের দাবি মৃত্যুর সময় মুখ্যমন্ত্রী ছিলেন না করুণানিধি। তাই তাঁকে মেরিনা বিচে সমাহিত করা সম্ভব নয়। সরকার পক্ষের যুক্তি, কলাইনর নিজে প্রাক্তন মুখ্যমন্ত্রী জানকী রামচন্দ্রণের সময় প্রোটোকলের গুরুত্ব বুঝেছিলেন। তাই সেই সময় মেরিনা বিচে তাঁকে সমাহিত করার অনুমতি দেননি। ডিএমকে-র পালটা দাবি, আন্নাদুরাই করুণানিধিকে নিজের আত্মার সঙ্গে তুলনা করতেন। তাঁর দেহ গান্ধী মণ্ডপমে সমাহিত করা অপমানজনক।
Case against denial of burial land by Tamil Nadu Govt at Marina beach for M #Karunanidhi: DMK’s lawyer says ‘Anna, who is the founder of DMK, used to say my life & soul is Karunanidhi. Burying Karunanidhi next to Gandhi Mandapam cannot be termed as a decent burial.’ pic.twitter.com/CO6KIo6eDT
— ANI (@ANI) August 8, 2018
[প্রয়াত করুণানিধি, ৯৪ বছরে থামল দক্ষিণী রাজনীতির ‘তালাইভা’র জীবন]
রক্তচাপ কমে যাওয়ায় গত ২৮ জুলাই কাবেরী হাসপাতালে ভরতি হন ৯৪ বছরের এই প্রবীণ রাজনৈতিক ব্যক্তিত্ব৷ এরপর থেকে কখনও তাঁর শারীরিক অবস্থার উন্নতি হয়েছে কখনও অবনতি৷ মঙ্গলবার দুপুরের পর তাঁর অবস্থার আরও অবনতি হয়৷ শরীরের বিভিন্ন অঙ্গপ্রতঙ্গ কাজ করা বন্ধ করে দিয়েছিল৷ সন্ধ্যায় তাঁর মৃত্যুর কথা নিশ্চিত করে হাসপাতাল। কলাইনরের মৃত্যুতে ইতিমধ্যেই শোকপ্রকাশ করেছেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তথা কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী। চেন্নাই পৌঁছে গিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বর্ষীয়ান রাজনীতিবিদকে শ্রদ্ধা জানাবেন তিনি। উপস্থিত থাকবেন শেষকৃত্যে। শেষকৃত্যে যোগ দেবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও।
[প্রয়াত করুণানিধি, ৯৪ বছরে থামল দক্ষিণী রাজনীতির ‘তালাইভা’র জীবন]
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.