সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: নর্দার্ন রেলওয়ে তাঁর কৃষিজমি অধিগ্রহণ করেছে৷ এই অভিযোগে ৪৫ বছরের এক কৃষক লুধিয়ানায় আদালতের দ্বারস্থ হন৷ ক্ষতিপূরণ হিসাবে আদালত গত বুধবার তাঁকে আস্ত একটি ট্রেন প্রদান করল৷ যে সে ট্রেন নয়, অমৃতসর থেকে নয়াদিল্লি যাতায়াত করে যে স্বর্ণ শতাব্দী এক্সপ্রেস, এখন তার নতুন মালিক সম্পূরণ সিং৷
আদালতের এই রায়ে দেশবাসী কার্যত চমকে গিয়েছেন৷ নর্দার্ন রেলওয়ের বিরুদ্ধে অভিযোগ, কৃষকের জমি অধিগ্রহণ বাবদ ১ কোটি ৫ লক্ষ টাকা তারা দিতে পারেনি৷ তাই আদালত রেলের সম্পত্তি হিসাবে আস্ত একটি ট্রেন ওই কৃষককে দিয়ে দিল৷ শুধু ট্রেনই নয়, স্টেশন মাস্টারের অফিসটিও দেওয়া হয়েছে ওই কৃষককে৷ কিন্তু কাটানা গ্রামের কৃষক সম্পূরণ সিং এখন ওই ট্রেনটি নিয়ে কী করবেন, ভেবে পাচ্ছেন না৷
বুধবার নির্ধারিত সময়ে স্বর্ণ শতাব্দী এক্সপ্রেস স্টেশনে পৌঁছতেই সম্পূরণ সিং ও তাঁর আইনজীবী রাকেশ গান্ধীও সেখানে পৌঁছে যান৷ আদালতের নির্দেশ মোতাবেক, ট্রেনের চালকের উপস্থিতিতে ৬.৫৫ মিনিটে সেকশন ইঞ্জিনিয়ার প্রদীপ কুমার ট্রেনটি আনুষ্ঠানিকভাবে ওই কৃষকের হাতে তুলে দেন৷ প্রায় ৫ মিনিট ধরে চলে এই হস্তান্তর প্রক্রিয়া৷
সম্পূরণ সিং জানিয়েছেন, রেলের সঙ্গে তাঁর দ্বন্দ্বের সূত্রপাত ২০০৭ থেকে৷ কৃষি অধিগ্রহণ বাবদ ওই কৃষককে ১.৪৭ কোটি টাকা ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দেয় আদালত৷ কিন্তু রেল মাত্র ৪২ লক্ষ টাকা দেওয়ায় ২০১২-য় তিনি ফের আদালতের দ্বারস্থ হন৷ ২০১৫-র জানুয়ারির মধ্যে তাঁর সমস্ত পাওনা মিটিয়ে দিতে হবে রেলকে, নির্দেশ দেয় আদালত৷ কিন্তু রেল সেই নির্দেশও মানতে ব্যর্থ হয়৷ এরপরই আদালত রেলের সম্পত্তি সম্পূরণ সিংয়ের হাতে স্বর্ণ শতাব্দী এক্সপ্রেস তুলে দেওয়ার নির্দেশ দেয়৷
যদিও ডিভিশনাল রেলওয়ে ম্যানেজার অনুজ প্রকাশ আশা করছেন, দ্রুতই ওই কৃষকের ক্ষতিপূরণ বাবদ মামলার সুষ্ঠু নিষ্পত্তি হবে৷ তাঁর সহাস্য মন্তব্য, “৩০০ মিটার লম্বা ট্রেন নিয়ে অভিযোগকারী কী করবেন? বাড়ি নিয়ে যেতে পারবেন?”
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.