Advertisement
Advertisement
Lucknow woman's attack on cabbie goes viral

#ArrestLucknowGirl: অ্যাপ ক্যাব চালককে একের পর এক চড়! তরুণীকে গ্রেপ্তারির দাবি নেটিজেনদের

লখনউয়ের তরুণীর বিরুদ্ধে মামলা দায়ের করেছে পুলিশ।

Lucknow woman's attack on cabbie goes viral । Sangbad Pratidin
Published by: Sayani Sen
  • Posted:August 3, 2021 10:46 am
  • Updated:August 3, 2021 8:38 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অ্যাপ ক্যাব চালককে (App Cab Driver) বেধড়ক মার তরুণীর। ভাইরাল তরুণীর মারধরের ভিডিও। তাকে গ্রেপ্তারির দাবিতে সরব নেটিজেনরা। টুইটারে ট্রেন্ডিং #arrestlucknowgirl। উত্তরপ্রদেশের লখনউয়ের তরুণীর বিরুদ্ধে মামলা দায়ের করেছে পুলিশ।

গত শুক্রবার সন্ধেয় লখনউয়ের (Lucknow) অন্যতম ব্যস্ত এলাকা কৃষ্ণনগরে রাস্তা পার হচ্ছিল ওই তরুণী। সেই সময় ক্যাব চালকের সঙ্গে বচসা হয় তার। তারপরই চিৎকার চেঁচামেচি শুরু করে সে। “মহিলার উপর দিয়ে গাড়ি চালাবি?”, এমন কথাই বলতে শোনা যায় তাকে। অ্যাপ ক্যাব থেকে চালককে কার্যত টেনে নামানো হয়। রাস্তাতেই বেধড়ক মারধর করতে দেখা যায়। কমপক্ষে ৭-৮টি চড় মারতে দেখা গিয়েছে তরুণীকে। এমনকী অ্যাপ ক্যাব চালকের দামি মোবাইলও ভেঙে দিয়েছে তরুণী। স্মার্টফোনের যুগ বলে কথা! ওই তরুণীর কীর্তি নেটদুনিয়ায় নিমেষেই ভাইরাল হয়ে যায়। তরুণীকে গ্রেপ্তারির দাবিতে সরব নেটিজেনরা। টুইটারে ট্রেন্ডিং #arrestlucknowgirl।

Advertisement

[আরও পড়ুন: COVID-19: স্বস্তি বাড়িয়ে দেশের দৈনিক সংক্রমণ কমল অনেকটাই, অপরিবর্তিত মৃত্যুহার]

ওই এলাকার সিসিটিভি ফুটেজে (CCTV Footage) তরুণীর কীর্তি ধরা পড়েছে। যদিও সিসিটিভি ফুটেজ এবং তরুণীর দাবিতে যথেষ্ট অসঙ্গতি রয়েছে। কারণ, সিসিটিভি ফুটেজে ধরা পড়েছে বেশ ঝুঁকি নিয়েই রাস্তা পারাপার করছিল সে। যদিও কোনওক্রমে দুর্ঘটনার হাত থেকে তাঁকে রক্ষা করেন অ্যাপ ক্যাব চালক। অথচ সেই অ্যাপ ক্যাব চালকই অভব্যতার শিকার হয়েছেন। এই ঘটনায় ওই তরুণীর বিরুদ্ধে মামলা দায়ের করেছে লখনউ পুলিশ।

[আরও পড়ুন: রাজনীতি ছাড়লেও সাংসদ থাকছেন Babul Supriyo, নাড্ডার সঙ্গে বৈঠকে বদলালেন সিদ্ধান্ত]

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement