সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অ্যাপ ক্যাব চালককে (App Cab Driver) বেধড়ক মার তরুণীর। ভাইরাল তরুণীর মারধরের ভিডিও। তাকে গ্রেপ্তারির দাবিতে সরব নেটিজেনরা। টুইটারে ট্রেন্ডিং #arrestlucknowgirl। উত্তরপ্রদেশের লখনউয়ের তরুণীর বিরুদ্ধে মামলা দায়ের করেছে পুলিশ।
গত শুক্রবার সন্ধেয় লখনউয়ের (Lucknow) অন্যতম ব্যস্ত এলাকা কৃষ্ণনগরে রাস্তা পার হচ্ছিল ওই তরুণী। সেই সময় ক্যাব চালকের সঙ্গে বচসা হয় তার। তারপরই চিৎকার চেঁচামেচি শুরু করে সে। “মহিলার উপর দিয়ে গাড়ি চালাবি?”, এমন কথাই বলতে শোনা যায় তাকে। অ্যাপ ক্যাব থেকে চালককে কার্যত টেনে নামানো হয়। রাস্তাতেই বেধড়ক মারধর করতে দেখা যায়। কমপক্ষে ৭-৮টি চড় মারতে দেখা গিয়েছে তরুণীকে। এমনকী অ্যাপ ক্যাব চালকের দামি মোবাইলও ভেঙে দিয়েছে তরুণী। স্মার্টফোনের যুগ বলে কথা! ওই তরুণীর কীর্তি নেটদুনিয়ায় নিমেষেই ভাইরাল হয়ে যায়। তরুণীকে গ্রেপ্তারির দাবিতে সরব নেটিজেনরা। টুইটারে ট্রেন্ডিং #arrestlucknowgirl।
The girl is repeatedly slapping the boy. She also damages his cell phone. She also slaps a man who tries to intervene. What if the boy hits her back? Both the girl and the boys know that the boys can’t hit the girl. And that is the advantage girl takes. #Lucknow #LucknowBitch pic.twitter.com/iuZ3bLzOvy
— Mukul Bhatnagar (@mukulfaiz) August 1, 2021
ওই এলাকার সিসিটিভি ফুটেজে (CCTV Footage) তরুণীর কীর্তি ধরা পড়েছে। যদিও সিসিটিভি ফুটেজ এবং তরুণীর দাবিতে যথেষ্ট অসঙ্গতি রয়েছে। কারণ, সিসিটিভি ফুটেজে ধরা পড়েছে বেশ ঝুঁকি নিয়েই রাস্তা পারাপার করছিল সে। যদিও কোনওক্রমে দুর্ঘটনার হাত থেকে তাঁকে রক্ষা করেন অ্যাপ ক্যাব চালক। অথচ সেই অ্যাপ ক্যাব চালকই অভব্যতার শিকার হয়েছেন। এই ঘটনায় ওই তরুণীর বিরুদ্ধে মামলা দায়ের করেছে লখনউ পুলিশ।
Lucknow: FIR registered against a woman who in a viral video was seen slapping a cab driver at Nahariya Chauraha traffic signal on July 30
“She grabbed my phone from the car & smashed it into pieces. She also broke the car’s side mirrors,” Victim Saadat Ali siddiqui said y’day pic.twitter.com/fZXRURWydb
— ANI UP (@ANINewsUP) August 2, 2021
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.