সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: যে কোনও মুহূর্তে হত্যা করা হবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথকে। এমনই হুমকি ভরা ই-মেল একটি সংবাদমাধ্যমের অফিসে পাঠানো হয়েছিল। অবশেষে সেই ই-মেল প্রেরকের খোঁজ পেল নয়ডা পুলিশ। জানা যায়, এক স্কুলছাত্রই মোদি ও যোগীর (Yogi Adityanath) প্রাণনাশের হুমকি দিয়েছিল। তাকে গ্রেপ্তার করা হয়েছে।
নয়ডার পুলিশ কমিশনার রজনীশ বর্মা জানান, গত ৫ এপ্রিল এই ঘটনায় একটি এফআইআর দায়ের করা হয়। তারই ভিত্তিতে শুরু হয় তদন্ত। সাইবার টিম খতিয়ে দেখছিল, কোন ঠিকানা থেকে হুমকিতে ভরা ই-মেলটি পাঠানো হয়েছিল। জানা যায়, উত্তরপ্রদেশের লখনউয়ের চিনহাট এলাকা থেকে ই-মেল পাঠানো হয়েছিল ওই সংবাদমাধ্যমের অফিসে। যেখানে মোদি (PM Modi) এবং যোগীকে খুনের হুমকি দেওয়া হয়। ই-মেলের সূত্র ধরেই খোঁজ মেলে অভিযুক্ত স্কুল ছাত্রের।
পুলিশ জানতে পারে, ১৬ বছরের নাবালক বিহারের বাসিন্দা। একাদশ শ্রেণি থেকে দ্বাদশ শ্রেণিতে সবেমাত্র উত্তীর্ণ হয়েছে সে। তাকে শুক্রবার সকালে চিনহাট এলাকা থেকে গ্রেপ্তার করে নয়ডা নিয়ে যাওয়া হয়। অভিযুক্ত নাবালক হওয়ায় তাকে জুভেনাইল কোর্টে পেশ করা হচ্ছে। ভারতীয় দণ্ডবিধিরে একাধিক ধারায় তার বিরুদ্ধে মামলা রুজু হয়েছে। পুলিশ জানায়, সংবাদমাধ্যমই প্রথমে পুলিশকে এই হুমকি ই-মেলের কথা জানায়। তারপরই তদন্ত শুরু হয়। ঠিক কোন উদ্দেশে ওই স্কুলছাত্র এই হুমকি ই-মেল পাঠিয়েছিল, কিংবা এর নেপথ্যে আর কেউ রয়েছে কি না, সেই বিষয়টিও জানার চেষ্টা করছে পুলিশ।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.