Advertisement
Advertisement

ত্রিশক্তি কর্পসের নয়া কমান্ডার পদে লেফটেন্যান্ট জেনারেল সিপি মোহান্তি

ত্রিশক্তি কর্পসের আওতায় রয়েছে নাথুলা।

Lt Gen CP Mohanty takes charge of Sukna based Trishakti Corps
Published by: Monishankar Choudhury
  • Posted:August 30, 2018 7:14 pm
  • Updated:August 30, 2018 7:14 pm  

সঞ্জীব মণ্ডল, শিলিগুড়ি: ভারতীয় সেনাবাহিনীর ত্রিশক্তি কর্পসের নয়া কমান্ডার লেফটেন্যান্ট জেনারেল সিপি মোহান্তি। বৃহস্পতিবার সুকনায় লেফটেন্যান্ট জেনারেল প্রদীপ এম বলির কাছ থেকে দায়িত্বভার নেন তিনি।

[উড়বে শত্রুর রাতের ঘুম! গোপনে ‘রোবোকপ’ বাহিনী গড়ছে পুতিনের দেশ]

Advertisement

১৯৮২ ব্যাচের ক্যাডার সিপি মোহান্তি কর্মজীবন শুরু করেছিলেন সেনাবাহিনীর রাজপুর রেজিমেন্টে। পাকিস্তান এবং চিন সীমান্তে কর্মরত ছিলেন তিনি।  জঙ্গিদমন অভিযানে বিশেষ কৃতিত্ব রয়েছে মোহান্তির । প্রতিরক্ষা এবং কৌশলগত বিষয়ে এমফিল ছাড়াও ম্যানেজমেন্ট নিয়ে পড়াশোনায় মাস্টার ডিগ্রিও করেছেন তিনি। গবেষণা করেছে চিন ও দক্ষিণ ভারত নিয়ে।  শিলিগুড়ি লাগোয়া সুকনায় ভারতীয় সেনাবাহিনীর এই কর্পসের আওতায়  সিকিমে ভারত–চিন সীমান্তের নাথুলা এলাকা। এই সীমান্ত দিয়ে ভারতীয় সেনাবাহিনীর সঙ্গে লালফৌজের সম্পর্ক স্বাভাবিক হচ্ছে।

সম্প্রতি লালফৌজের প্রতিষ্ঠা দিবসে চিনের আমন্ত্রণে সাড়া দিয়ে যোগ দেয় ভারতীয় সেনার প্রতিনিধি দল। সৌজন্য বিনিময়ে স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে নাথুলা’তে ভারতীয় সেনাবাহিনীর সঙ্গে যোগ দেয় চিনা সেনার প্রতিনিধি দল। ফলে ভারতীয় সেনাবাহিনীর এই গুরুত্বপূর্ণ কর্পসের নয়া কমান্ডার হিসাবে সিপি মোহান্তি দক্ষতার সঙ্গে দায়িত্ব সামলাতে পারবেন বলেই মনে করছেন সেনাবাহিনীর কর্তারা।

[দেনা এড়াতে ডাকাতির গল্প, বারুইপুরে গ্রেপ্তার গয়নার দোকানের মালিক]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement