Advertisement
Advertisement

Breaking News

LPG Cylinder

কারচুপি রুখতে কড়া পদক্ষেপ, বড় বদল আসছে রান্নার গ্যাস সিলিন্ডার সরবরাহের নিয়মে

জেনে নিন নতুন নিয়ম।

Bengali news: LPG cylinder rules: OTP needed for home delivery from November 1 | Sangbad Pratidin
Published by: Paramita Paul
  • Posted:October 16, 2020 4:35 pm
  • Updated:October 16, 2020 4:47 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রান্নার গ্যাস সিলিন্ডার (LPG Cylinder) সরবরাহের নিয়মে বড় বদল আসছে। সরবরাহে কারচুপি বা গলদ ধরতে এবার আরও কড়া হচ্ছে সরবরাহকারী সংস্থা। এবার থেকে বাড়িতে রান্নার গ্যাস সিলিন্ডার নিতে হলে ওটিপি(OTP) বাধ্যতামূলক করছে তাঁরা। ১ নভেম্বর থেকে দেশের ১০০টি মেট্রো সিটিতে কার্যকর হচ্ছে এই নিয়ম। এর মধ্যে কলকাতাও রয়েছে। সূত্রের খবর, পরীক্ষামূলকভাব বেশকিছু শহরে ইতিমধ্যে এই নিয়ম চালু হয়ে গিয়েছে।

এই নয়া ব্যবস্থার নাম দেওয়া হয়েছে ডেলিভারি অথেনটিকেশন কোড বা DAC। কীভাবে কাজ করবে এই পদ্ধতি?

Advertisement
  • গ্রাহকরা ফোন করে এলপিজি সিলিন্ডার বুক করার সঙ্গে সঙ্গে তাঁদের রেজিস্ট্রার্ড মোবাইল নম্বরে একটি ওটিপি আসবে।
  • সিলিন্ডার ডেলিভারি করার সময় সেই কোড ওই সরবরাহকারীকে দিতে হবে।
  • সঠিক ওটিপি দিলে তবেই মিলবে এলপিজি সিলিন্ডার।

[আরও পড়ুন : দলে সোনিয়ার উত্তরসূরি কে? স্থির করতে জানুয়ারিতেই নির্বাচনের প্রস্তুতি কংগ্রেসের]

আপাতত দেশের ১০০টি স্মার্ট সিটিতে এই নিয়ম কার্যকর করা হবে। রাজস্থানে জয়পুরে এই প্রকল্প পরীক্ষামূলকভাবে প্রয়োগ করা হচ্ছে। প্রসঙ্গত, অনেকসময় দেখা যায়, একজন গ্যাস সিলিন্ডার বুক করলে তা অনেকসময় অন্য গ্রাহকের কাছে পৌঁছে দেওয়া হয়। কিংবা অতিরিক্ত সিলিন্ডার বিক্রিও করে দেয় অনেকে। এবার এই সমস্ত কারচুপিতে রাশ টানতে কঠোর পদক্ষেপ করছে এলপিজি সংস্থাগুলি।

[আরও পড়ুন : সাহসিকতার জন্য শৌর্যচক্র পাওয়া ব্যক্তিকে দিনেদুপুরে গুলি, প্রশ্নে পাঞ্জাবের আইনশৃঙ্খলা]

এই নিয়মে কারচুপি যেমন রোখা যাবে তেমনই প্রক্রিয়া আরও জটিল হবে বলে মনে করছে ওয়াকিবহাল মহল। কারণ দেশের প্রান্তিক এলাকায় বহু গ্রাহকের মোবাইল নম্বর রেজিস্টার করা নেই। অনেকে আবার মেসেজ বা ওটিপি দেখতে জানেন না। ফলে তাঁদের ক্ষেত্রে বিষয়টা অনেক বেশি জটিল হয়ে যেতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।  আবার এই ওটিপির নামে জালিয়াতিও আশঙ্কাও একেবারে উড়িয়ে দিচ্ছেন না তাঁরা। 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement