সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ঠিক এক মাসের ব্যবধানে ফের দাম বাড়ল রান্নার গ্যাসের৷ ভরতুকিযুক্ত রান্নার গ্যাসের দাম বাড়ল প্রায় দু’টাকা কাছাকাছি৷ ভরতুকিহীন রান্নার গ্যাসের দাম বাড়ল ৩৫ টাকা৷ এখন ভরতুকিযুক্ত রান্নার গ্যাসের দাম ৪৯৬.২৬ টাকা থেকে সিলিন্ডার পিছু বেড়ে দাঁড়াল ৪৯৮.০২টাকা৷ ভরতুকিহীন গ্যাসের দাম এখন আকাশছোঁয়া৷ ভরতুকিহীন গ্যাসের নতুন দাম সিলিন্ডার প্রতি বেড়ে দাঁড়াল ৭৮৯ টাকা ০৫ পয়সা৷
গত মাসেই ভরতুকিযুক্ত রান্নার গ্যাসের দাম বাড়ে ২ টাকা৷ ভরতুকিহীন রান্নার গ্যাসের দাম বাড়ানো হয় অন্তত সাড়ে ৫৫ টাকা কাছাকাটি৷ নয়া দাম কার্যকর হওয়ার ঠিক এক মাসের মাথায় ফের বাড়ানো হল রান্নার গ্যাসের দামা৷ এর আগেও গত তিন মাসে লাফিয়ে বেড়েছে রান্নার গ্যাসের দাম৷ তাতেই ত্রাহি ত্রাহি রব তোলেন আমজনতা৷ বিক্ষোভ, আন্দোলনে সামিল হন তাঁরা৷ প্রতিবাদে সরব হন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ কেন্দ্রের ভূমিকা নিয়ে প্রশ্ন ওঠে৷ তার রেশ কাটতে না কাটতেই আবারও রান্নার গ্যাসের দাম বৃদ্ধি৷ হেঁশেলে আগুন মধ্যবিত্তের৷ যদিও রাষ্ট্রায়ত্ত তেল সংস্থাগুলির দাবি, প্রতি মাসের ১ তারিখে গ্যাসের দাম বাড়ানো হয়৷ সেই মতো পয়লা জুলাই থেকে বাড়ানো হয়েছে ভরতুকিযুক্ত ও ভরতুকিবিহীন গ্যাসের দাম৷ আন্তর্জাতিক বাজারের পরিস্থিতি এবং মার্কিন ডলারের তুলনায় টাকার বিনিময় মূল্যের ভিত্তিতেই বাড়ানো হয় রান্নার গ্যাসের দাম৷ রাষ্ট্রায়ত্ত তেল সংস্থাগুলির তরফে জানানো হয়েছে, আন্তর্জাতিক বাজারে গ্যাসের দাম বেড়ে যাওয়ার পরিপ্রেক্ষিতেই দেশের বাজারেও রান্নার গ্যাসের দাম বাড়ানো হয়েছে।
কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে ভারতীয় গ্রাহকদের বছরে ১৪.২ কেজির ১২টি ভরতুকিযুক্ত সিলিন্ডার দেওয়া হয়৷ এর বাইরে তাঁদের যদি গ্যাস সিলিন্ডারের প্রয়োজন হয়, তখন ভরতুকিহীন গ্যাস সিলিন্ডার কিনতে হয়। তাই গ্যাসের দাম আবারও বৃদ্ধি পাওয়ায় চিন্তিত আমজনতা৷ যদিও রাষ্ট্রায়ত্ত তেল সংস্থাগুলির তরফে জানানো হয়েছে, গ্যাসের দাম বৃদ্ধির সঙ্গে সঙ্গে গ্রাহকদের ব্যাংক অ্যাকাউন্টে পাঠানো ভরতুকির অঙ্ক বেড়েছে৷ ফলে আন্তর্জাতিক বাজারে রান্নার গ্যাসের দাম বাড়লেও, ভারতের গ্রাহকদের ক্ষতির মুখে পড়তে হবে না৷
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.